Unit Price: ৳ 8.00 (4 x 10: ৳ 320.00)
Strip Price: ৳ 80.00

Indications

ইহা বিভিন্ন ভেষজ থেকে তৈরী ঔষধ যাহা মানব দেহের অতিরিক্ত মেদ, পেট ফাঁপা, রুচির অভাব এবং পুরনো কোষ্ঠিকাঠিন্য নিরাময় করে।

Composition

প্রতিটি ৫০০ মিঃ গ্রাঃ ট্যাবলেটে আছে নিম্নোক্ত প্রধান প্রধান ভেষজ উপাদান ও অন্যান্য সহযোগী উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী অনুযায়ী প্রস্তুত।
  • ছিবর যর্দ- ২৬১ মিঃ গ্রাম
  • ফিলফিল সিয়াহ- ১৭৪ মিঃ গ্রাম
  • বষরুল বঙ্গ- ৩৬ মিঃ গ্রাম
  • তিনকার বিরিয়ান- ২৯ মিঃ গ্রাম
  • লোআবে ঘিকত্তয়ার- প্রয়োজনমতো

Pharmacology

Habb-E Tinkar এর ভিটামিন-থায়ামিন, ভিটামিন বি গ্রুপ, মিনারেল রুচির অভাব দূর করে। কোলিন পেট ফাঁপা নিরাময় করে। ইমোডিন, এসকরবিক এসিড কোষ্ঠকাঠিন্য ও মেদ কমাতে সাহায্য করে।

ছিবর বর্দ: (রাসায়নিক উপাদান- এলইন, ইমোডিন, বারবালোয়িন, এমাইনো এসিড, ট্রেরলস, ভিটামিন-সি, ভিটামিন-বি গ্রুপ, মিনারেল Al, Mg, Cu, Ni, Ca, K, Si, Fe, Pb, Cr, Ba, Ag, Zn, Sr বিদ্যমান):- এটি কোষ্ঠনিবারক, দান্তকারক, উদ্দীপক পাকস্থলীর শক্তিবর্ধক, প্রদাহ নিবারক, পেটফাঁপা নিরাময় করে।

ফিলফিল সিয়াহ: (রাসায়নিক উপাদান- পাইপিরিন, পাইপিরিডিন, পাইপিরিটিন, পাইপিরিনল, থায়ামিনম রিবোফ্ল্যাবিন, নিকোটিনিক এসিড, কেরোটিন, এসকরবিক এসিড):- এটি পাকস্থলীর শক্তিবর্ধক রায়ুনাশক এবং অজীর্ন, বমি, পেটফাঁপা নিরাময় করে।

বযরুল বঙ্গ: (রাসায়নিক উপাদান-ট্রপেইন, এট্রোপিন, হায়োসিন, হায়োসায়ামিন কোলিন) :- এটি ব্যথা নিবারক, নিদ্রাকারক, উত্তেজনা, প্রশমক, পচন নিবারক, দাস্তকারক হিসাবে ক্রিয়া করে।

তিনকার বিরিয়ান: এটি পচনরোধক, জীবানুনাশক, বায়ুনাশক, ব্যথা নিবারক হিসাবে ক্রিয়া করে।

Dosage & Administration

প্রাপ্তবয়স্ক: ১টি ট্যাবলেট দিনে ১-২ বার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শমত সেব্য।

Interaction

কোনরূপ ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

Contraindications

এর উল্লেখযোগ্য কোন প্রতিনির্দেশনা নেই।

Side Effects

এখনও পর্যন্ত জানা যায়নি।

Precautions & Warnings

নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন সতর্কতার প্রয়োজন হবে না।

Therapeutic Class

Herbal and Nutraceuticals

Storage Conditions

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে বাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?