200 ml bottle:
৳ 160.00
450 ml bottle:
৳ 280.00
Indications
Moviton একটি ভেষজ তরল ঔষধ যা সকল বয়সের পুরুষ ও মহিলা রোগীদের মুখে খাওয়ার যোগ্য। পুষ্টিহীনতা, সাধারণ দুর্বলতা, রক্তস্বল্পতা এবং ভিটামিন এ ও সি-এর অভাবজনিত উপসর্গে নির্দেশিত।
Composition
প্রতি ৫ মিঃলিঃ মভিটন সিরাপে আছে নিম্নোক্ত প্রধান প্রধান ভেষজের নির্যাস ও অন্যান্য সহযোগী উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী অনুযায়ী প্রস্তুত।
- আমরূদ পোখতা- ১০০০ মিঃ গ্রাঃ
- মনজিষ্ঠা- ০৫ মিঃ গ্রাঃ
- মভেয মুনাক্কা- ২৫০ মিঃ গ্রাঃ
- তেজপাতা- ০৫ মিঃ গ্রাঃ
- কুসুম ফুল- ১০ মিঃ গ্রাঃ
- দারচিনি- ০৫ মিঃ গ্রাঃ
- ছোট এলাচ- ০৫ মিঃ গ্রাঃ
- লবঙ্গ- ০৫ মিঃ গ্রাঃ
Pharmacology
Sharbat Mavez এর ভিটামিন, খনিজ লবন, কার্বোহাইড্রেট ও অন্যান্য উপাদান শরীরের ক্ষয়পূরন করে, জীবনী শক্তি বৃদ্ধি মাধ্যমে মানষিক কর্মক্ষমতাকে শক্তিশালী করে।
আমরূদ পোখতা (রাসায়নিক উপাদান-ভিটামিন সি, পেকটিন, ইউজিনল, ইলাজিক এসিড ও গ্লাইকোসাইড): শক্তিবর্ধক, সংকোচক, ও ক্ষতনাশক।
মভেষ মুনাক্কা (রাসায়নিক উপাদান-সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এ্যালোমিনিয়াম, আয়রন, Sugar, টারটারিক এসিড, ম্যালিক এসিড ও ট্যানিন): পুষ্টিদায়ক, শক্তিবর্ধক, সংকোচক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
কুসুম-ফুল (রাসায়নিক উপাদান-গ্লাইকোসাইড, কেমফেরল, এসিটাইলিন ও কেথামিন): রুচিবর্ধক, শক্তিবর্ধক ও নিদ্রাকারক।
ছোট এলাচ (রাসায়নিক উপাদান-থায়ামিন, ব্ররনিওল, ক্যালসিয়াম অক্সালেট, ওলিক ও লিনুলিক এসিড): বায়ুনিঃসারক, পাকস্থলীর শক্তিবর্ধক, শক্তিবর্ধক ও উদ্দীপক।
মনজিষ্ঠা (রাসায়নিক উপাদান-গ্লাইকোসাইড, এ্যালিজারিন, মনজিস্টিন ও পারপোরিন): শক্তিবর্ধক, পরিবর্তনশীল, সংকোচক ও জীবানুনাশক।
তেজপাতা (রাসায়নিক উপাদান-ইউজিনল, সিনামিক এলডিহাইড ও টারপিন এলডিহাইড): বায়ুনিঃসারক, জীবানুনাশক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
দারচিনি (রাসায়নিক উপাদান-সিনামিক এলডিহাইড, ইউজিনল, সিনামল ওয়েল ও ক্যালসিয়াম অক্সালেট): বায়ুনিঃসারক, বমন নিবারক, শক্তিশালী জীবানুনাশক ও ক্ষতনিবারক।
লবঙ্গ (রাসায়নিক উপাদান-ট্যানিন, সাইটোস্টেরল, রেজিন, ইউজিনল ও কিটোন)ঃ জীবানুনাশক, উদ্দীপক, বায়ুনিঃসারক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
আমরূদ পোখতা (রাসায়নিক উপাদান-ভিটামিন সি, পেকটিন, ইউজিনল, ইলাজিক এসিড ও গ্লাইকোসাইড): শক্তিবর্ধক, সংকোচক, ও ক্ষতনাশক।
মভেষ মুনাক্কা (রাসায়নিক উপাদান-সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এ্যালোমিনিয়াম, আয়রন, Sugar, টারটারিক এসিড, ম্যালিক এসিড ও ট্যানিন): পুষ্টিদায়ক, শক্তিবর্ধক, সংকোচক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
কুসুম-ফুল (রাসায়নিক উপাদান-গ্লাইকোসাইড, কেমফেরল, এসিটাইলিন ও কেথামিন): রুচিবর্ধক, শক্তিবর্ধক ও নিদ্রাকারক।
ছোট এলাচ (রাসায়নিক উপাদান-থায়ামিন, ব্ররনিওল, ক্যালসিয়াম অক্সালেট, ওলিক ও লিনুলিক এসিড): বায়ুনিঃসারক, পাকস্থলীর শক্তিবর্ধক, শক্তিবর্ধক ও উদ্দীপক।
মনজিষ্ঠা (রাসায়নিক উপাদান-গ্লাইকোসাইড, এ্যালিজারিন, মনজিস্টিন ও পারপোরিন): শক্তিবর্ধক, পরিবর্তনশীল, সংকোচক ও জীবানুনাশক।
তেজপাতা (রাসায়নিক উপাদান-ইউজিনল, সিনামিক এলডিহাইড ও টারপিন এলডিহাইড): বায়ুনিঃসারক, জীবানুনাশক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
দারচিনি (রাসায়নিক উপাদান-সিনামিক এলডিহাইড, ইউজিনল, সিনামল ওয়েল ও ক্যালসিয়াম অক্সালেট): বায়ুনিঃসারক, বমন নিবারক, শক্তিশালী জীবানুনাশক ও ক্ষতনিবারক।
লবঙ্গ (রাসায়নিক উপাদান-ট্যানিন, সাইটোস্টেরল, রেজিন, ইউজিনল ও কিটোন)ঃ জীবানুনাশক, উদ্দীপক, বায়ুনিঃসারক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
Dosage & Administration
প্রাপ্ত বয়স্ক: ২-৪ চা চামচ ঔষধ দিনে ২-৩ বার খাওয়ার পর।
অপ্রাপ্ত বয়স্ক: ১/২-১ চা চামচ ঔষধ দিনে ২-৩ বার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
অপ্রাপ্ত বয়স্ক: ১/২-১ চা চামচ ঔষধ দিনে ২-৩ বার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
Contraindications
এর উল্লেখযোগ্য কোন প্রতিনির্দেশনা নেই।
Side Effects
এখনও পর্যন্ত জানা যায়নি।
Precautions & Warnings
আমাশয় ও আলসার রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা বাঞ্চনীয়। আলো থেকে দূরে, ঠান্ডা ও শুল্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Therapeutic Class
Herbal and Nutraceuticals
Storage Conditions
আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।