Indications
সর্দি, কাশি, সর্দি-জ্বর ও কোষ্ঠ কাঠিন্য।
Composition
প্রতি ৫ মিলি লিটার বিকোটিনে রয়েছে নিম্নোক্ত ভেষজের নির্যাস এবং অন্যান্য সহযোগী উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মূলারী অনুযায়ী প্রস্তুত। বনফশা ফুল: ৬০০ মিলি গ্রাম
Pharmacology
Sharbat Banafsha বনফশা ফুলের নির্যাস থেকে তৈরী তরল জাতীয় ঔষধ, যাহা বাচ্চা, পুরুষ ও মহিলা রোগীদের মুখে খাওয়ার যোগ্য।
Sharbat Banafsha এর অ্যালকালয়েড সর্দি, কাশি সৃষ্টিকারী জীবানুকে ধ্বংশ করে।
বিটা-সাইটোস্ট্রেরল শ্বাসনালীর ভিতরের অংশে প্রসারিত করে শ্বাস নিতে সাহায্য করে স্যাপোনিন ও গ্লাইকোসাইড ফুসফুসের ক্ষতস্থান নিরাময় করতে সাহায্য করে।
বনফশা ফুল: (ভায়লিন, সায়ানিন, রোটিন, ওডোরাটিন, বিটা সাইটোস্ট্রেরল, স্যাপোনিন, গ্লাইকোসাইড)- এটি জ্বর নিবারক, বমিকারক, সর্দি প্রশমক, কাশি নিবারক, শান্তকারক।
Sharbat Banafsha এর অ্যালকালয়েড সর্দি, কাশি সৃষ্টিকারী জীবানুকে ধ্বংশ করে।
বিটা-সাইটোস্ট্রেরল শ্বাসনালীর ভিতরের অংশে প্রসারিত করে শ্বাস নিতে সাহায্য করে স্যাপোনিন ও গ্লাইকোসাইড ফুসফুসের ক্ষতস্থান নিরাময় করতে সাহায্য করে।
বনফশা ফুল: (ভায়লিন, সায়ানিন, রোটিন, ওডোরাটিন, বিটা সাইটোস্ট্রেরল, স্যাপোনিন, গ্লাইকোসাইড)- এটি জ্বর নিবারক, বমিকারক, সর্দি প্রশমক, কাশি নিবারক, শান্তকারক।
Dosage & Administration
প্রাপ্ত বয়স্ক: ২-৪ চা-চামচ ঔষধ দিনে ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেব্য।
অপ্রাপ্ত বয়স্ক: ১-২ চা-চামচ ঔষধ দিনে ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেব্য।
অপ্রাপ্ত বয়স্ক: ১-২ চা-চামচ ঔষধ দিনে ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেব্য।
Contraindications
এর উল্লেখযোগ্য কোন প্রতিনিদের্শনা নেই।
Side Effects
এখনও পর্যন্ত পরিলক্ষিত হয় নাই।
Precautions & Warnings
নির্দেশীত মাত্রায় ঔষধ সেবনে কোন সর্তকতার প্রয়োজন হবে না।
Therapeutic Class
Herbal and Nutraceuticals
Storage Conditions
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্কস্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।