200 ml bottle:
৳ 130.00
450 ml bottle:
৳ 185.00
Indications
শ্বেত প্রদর, অনিয়মিত ও অতিরিক্ত ঋতুস্রাব নিরাময়ে কার্যকরী।
Composition
প্রতি ৫ মিলি লিটার লিকোরেক্স সিরাপে রয়েছে নিম্নোক্ত প্রধান প্রধান ভেষজের নির্যাস ও অন্যান্য সহযোগী উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী অনুযায়ী প্রস্তুত।
- অশোক ছাল- ২৫০ মিঃ গ্রাম
- অশ্বগন্ধা- ২৫০ মিঃ গ্রাম
- ধাইফুল- ২৫০ মিঃ গ্রাম
- শাপলা ফুল- ২৫০ মিঃ গ্রাম
- একাঙ্গি- ১২৫ মিঃ গ্রাম এবং
- অন্যান্য ভেষজ উপাদান ১২৫ মিঃ গ্রাম এবং
- সহযোগী উপাদান ১২ মিলি লিটার পর্যন্ত।
Pharmacology
Sharbat Sailan একটি ভেষজ তরল ঔষধ যা শুধুমাত্র মহিলাদের মুখে খাবার যোগ্য। Sharbat Sailan বিভিন্ন প্রকার স্রাব, শ্বেত প্রদর, অনিয়মিত ও অতিরিক্ত ঋতুস্রাব ও শোথ রোগ প্রশমক।
Sharbat Sailan (ক্যালসিয়াম কার্বোনেট, জিংক সালফেট, ভোলাটাইল অয়েল, তিক্ত উপাদান এবং উপক্ষার বিদ্যমান) জরায়ুর হরমোন নিঃসরণের গতিকে বাড়িয়ে জীবানুকে ধ্বংস করে এবং এর ক্যালসিয়াম কার্বোনেট ও জিংক সালফেট জরায়ুকে শক্তিশালী করে, জরায়ুর দুর্বলতা রোধ করে, অতিরিক্ত স্রাব এবং শ্বেত প্রদর বন্ধ করে।
অশোক ছাল (ট্যানিন, হিমাটক্সাইলিন): মাসিক স্রাবের গোলযোগ, বাধক বেদনা, শ্বেত-প্রদর, অনিয়মিত ঋতু স্রাব ও অতিরিক্ত ঋতুস্রাব নিরাময়ে উপকারী।
অশ্বগন্ধা (ট্রপেন, স্টেরডীয় ল্যাকটোন, উইদানোলাইড, উইদাফেরিন): বলকারক, বার্ধক্যজনিত দুর্বলতা ও স্নায়ুবিক দুর্বলতা রোধে উপকারী। অনিদ্রা, স্নায়ুবিক দুর্বলতা, যৌন দুর্বলতা নিরাময়ে কার্যকরী।
ধাইফুল (স্যাপোনিন, ট্যানিন, গ্লাইকোসাইড, প্রোটিন): এটি অতিরিক্ত স্রাব ও শ্বেত প্রদর নিরাময়ে কার্যকরী।
শাপলাফুল (এলকায়েড, ভোলাটাইল অয়েল): এর নির্যাস দৈহিক তাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, শারীরিক কান্তি দূর করে। একাঙ্গি (ভিটামিন, খনিজ লবণ, এসিড): জরায়ুর সকল কারক, প্রদাহনাশক, জীবানু নাশক এবং শ্বেত প্রদর রোধে কার্যকরী।
Sharbat Sailan (ক্যালসিয়াম কার্বোনেট, জিংক সালফেট, ভোলাটাইল অয়েল, তিক্ত উপাদান এবং উপক্ষার বিদ্যমান) জরায়ুর হরমোন নিঃসরণের গতিকে বাড়িয়ে জীবানুকে ধ্বংস করে এবং এর ক্যালসিয়াম কার্বোনেট ও জিংক সালফেট জরায়ুকে শক্তিশালী করে, জরায়ুর দুর্বলতা রোধ করে, অতিরিক্ত স্রাব এবং শ্বেত প্রদর বন্ধ করে।
অশোক ছাল (ট্যানিন, হিমাটক্সাইলিন): মাসিক স্রাবের গোলযোগ, বাধক বেদনা, শ্বেত-প্রদর, অনিয়মিত ঋতু স্রাব ও অতিরিক্ত ঋতুস্রাব নিরাময়ে উপকারী।
অশ্বগন্ধা (ট্রপেন, স্টেরডীয় ল্যাকটোন, উইদানোলাইড, উইদাফেরিন): বলকারক, বার্ধক্যজনিত দুর্বলতা ও স্নায়ুবিক দুর্বলতা রোধে উপকারী। অনিদ্রা, স্নায়ুবিক দুর্বলতা, যৌন দুর্বলতা নিরাময়ে কার্যকরী।
ধাইফুল (স্যাপোনিন, ট্যানিন, গ্লাইকোসাইড, প্রোটিন): এটি অতিরিক্ত স্রাব ও শ্বেত প্রদর নিরাময়ে কার্যকরী।
শাপলাফুল (এলকায়েড, ভোলাটাইল অয়েল): এর নির্যাস দৈহিক তাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, শারীরিক কান্তি দূর করে। একাঙ্গি (ভিটামিন, খনিজ লবণ, এসিড): জরায়ুর সকল কারক, প্রদাহনাশক, জীবানু নাশক এবং শ্বেত প্রদর রোধে কার্যকরী।
Dosage & Administration
ঋতুস্রাব এর সম্ভাব্য তারিখের পূর্ববর্তী সময় থেকে শুরু করে ২-৪ চা-চামচ ঔষধ ২ বার আহারের পর পানিসহ সেব্য।
Contraindications
অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জন্য সেবন নিষেধ।
Side Effects
এখনও পর্যন্ত পরিলক্ষিত হয় নাই।
Precautions & Warnings
গর্ভাবস্থায় লিকোরেক্স সেবন সম্পূর্ণ রূপে নিষেধ।
Therapeutic Class
Herbal and Nutraceuticals
Storage Conditions
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।