Unit Price: ৳ 12.05 (3 x 14: ৳ 506.10)
Strip Price: ৳ 168.70

নির্দেশনা

এই ওষুধটি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • সেরিব্রাল স্ট্রোকের পর স্নায়ুর ক্ষয় কমানো ও রোগীর দ্রুত শারীরিক উন্নতি,
  • বয়স ভিত্তিক মৃদু স্নায়ুবিক অসুস্থতা,
  • কম রক্ত সঞ্চালনের কারণে দৃষ্টি শক্তির সমস্যায় নির্দেশিত এবং
  • কম রক্ত সঞ্চালনের কারণে অন্তকর্ণের অসুস্থতায় (কানে কম শোনা, মাথা ঘোরা, কানের ভিতর গুনগুন শব্দ) নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন ১টি অথবা ২টি ট্যাবলেট (কয়েক ঘণ্টার ব্যবধানে) খেতে হবে। একদিনে ২টি ট্যাবলেটের বেশী খাওয়া যাবে না। অথবা, রেজিষ্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

MAOI (মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর), অন্য কোন অ্যালমিট্রিন ঔষধের সাথে অ্যালমিট্রিন রবাসিন এক সাথে দেয়া যাবে না।

প্রতিনির্দেশনা

যকৃতের মারাত্বক অপ্রতুলতা সম্পন্ন রোগী এবং এই ট্যাবলেটের যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা এর ক্ষেত্রে এটি বিরূপ নির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

ওজন হ্রাস, বমি বমি ভাব, পাকস্থলীতে ভার বোধ করা অথবা জ্বালাপোড়া করা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা, ঝিমুনী, অস্থিরতা, উদ্বিগ্নতা, মাথা ঝিম ঝিম করা, বুক ধড়ফড় করা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

এই ঔষধটি গর্ভাবস্থায় নির্দেশিত নয়। যেসব ক্ষেত্রে বাচ্চার ঝুঁকির তুলনায় মায়ের প্রয়োজনীয়তা বেশী সেসব ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

সতর্কতা

ঔষধটিতে ল্যাকটোজ উপস্থিত থাকায় গ্যালাকটোসেমিয়া রোগে, গ্লুকোজ ও গ্যালাকটোজ ম্যালএবজর্পশন সিনড্রম ও ল্যাকটোজ ডেফিসিয়েন্সিতে ঔষধটি ব্যবহার করা যাবে না। নির্দেশিত মাত্রার অতিরিক্ত ব্যবহার করা যাবে না।

মাত্রাধিক্যতা

যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো হৃৎপিণ্ডের অস্বাভাবিক দ্রুত কাজ, ধমনীর নিম্নরক্তচাপ, অতিশয় শ্বাস-প্রশ্বাস গ্রহণ এবং শ্বসনতন্ত্রে ক্ষারাধিক্য।

থেরাপিউটিক ক্লাস

Cerebral vasodilator & Neurosensory oxygenator drugs

সংরক্ষণ

আলো ও আদ্রতা থেকে দূরে, শুষ্ক ও ঠাণ্ডা স্থানে রাখুন । সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Albasine 30 mg Tablet Pack Image: Albasine 30 mg Tablet