নির্দেশনা

ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • রেসপীরেটরী ট্রাক্ট ইনফেকশন: নিউমােনিয়া, ইনফ্লুয়েঞ্জা, সাইনুসাইটিস, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, ট্রাকিয়াইটিস।
  • গ্রাস্ট্রোইনটেসটিনাল ইনফেকশন: কলেরা, ট্রাভেলারস ডায়রিয়া, সিজেলা ডিসেন্ট্রি, একিউট ইনটেসটিনাল এমেবিয়াসিস।
  • ক্লামিডেল ইনফেকশন: লিম্ফোগ্রানুলোমা, ভেনেরিয়াম লিটাকোসিস, ট্রাকোমা।
  • সেক্সুয়ালী ট্রান্সমিটেড ডিজিজেস: নন-গনকক্কাল ইউরেথ্রাইটিস, একিউট পেলভিক ডিজিজ, আনকমপ্লিকেটেড ইরেথ্রাল ও এন্ডােসারভাইকাল অথবা রেকটাল ইনফেকশন, গনােরিয়া, সিফিলিস, পাইলোনেফ্রাইটিস, সিসটাইসিস।
  • অন্যান্য সংক্রমণ: ইমপেটিগাে, ফুরানকুলােসিস, ইনফ্লশন কনজাঙ্কটিভাইটিস, ব্রুসেলােসিস, টুলারেমিয়া সেলুলাইটিস, একনি ও কিউ-ফিভার।

বিবরণ

ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন গােত্রের একটি বিস্তৃত বর্ণালীর উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়ােটিক। এটি গ্রাম পজেটিভ, গ্রাম নেগেটিভ, স্পাইরােচেট, মাইকোপ্লাজমা, রিকেটসিয়া ও মাইক্রোব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। গণােরিয়া ও সিফিলিস এর চিকিৎসায় পেনিসিলিন এর বিকল্প হিসাবেও এটি ব্যবহৃত হয়। ডক্সিসাইক্লিন ক্রিয়ার মূল ধরণ হলাে এটি ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রােটিন সিনথেসিস বন্ধ করে দেয়।

ঔষধের মাত্রা

সাধারণ ডোজ: প্রথম দিনে ২০০ মিলিগ্রাম, তারপরে ৭-১০ দিনের জন্য প্রতিদিন ১০০ মিলিগ্রাম।

গুরুতর সংক্রমণ (রিফ্রেক্টরি মূত্রনালীর সংক্রমণ সহ)
: ১০ দিনের জন্য প্রতিদিন ২০০ মিলিগ্রাম।

ব্রণ:
প্রতিদিন ১০০ মিলিগ্রাম।

অজটিল জেনিটাল ক্ল্যামিডিয়া, নন-গোনোকোকাকাল ইউরেথ্রাইটিস
: ৭-২১ দিনের জন্য প্রতিদিন দুইবার ১০০ মিলিগ্রাম (পেল্ভিক প্রদাহজনিত রোগের ক্ষেত্রে ১৪-২১ দিন পর্যন্ত নির্দেশিত)।

সেবনবিধি

বসা অথবা দাঁড়ানো যে কোন অবস্থায় হােকনা কেন, ক্যাপসুলটি পর্যাপ্ত পানিসহ গলধঃকরণ করতে হবে।

ঔষধের মিথষ্ক্রিয়া

এলুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এন্টাসিড কিংবা আয়রণ সমৃদ্ধ প্রিপারেশন এর কারণে টেট্রাসাইক্লিনের শােষণ ব্যহত হতে পারে। এছাড়াও বিসমাথ স্যালিসাইলেট এর কারণেও এর শােষণ ব্যহত হতে পারে। বারবিচুরেটস, কার্বামাজেপাইন এবং ফেনাইটয়েন; ডক্সিসাইক্লিনের হাফ-লাইফ কমিয়ে দেয়। টেট্রাসাইক্লিনের উপুর্যপুরি ব্যবহার ওরাল কন্ট্রাসেপটিভের কার্যকারিতা কমিয়ে দেয়। এন্টিকোয়াগুলেন্ট থেরাপীর অন্তর্গত রােগীদের ক্ষেত্রে নিম্নমুখী ডােজ সমন্বয়ের প্রয়ােজন হতে পারে। পেনিসিলিন এর সাথে টেট্রাসাইক্লিন না দেয়াই উত্তম।

প্রতিনির্দেশনা

টেট্রাসাইক্লিনের প্রতি অতিসংবেদনশীলতা আছে এমন রােগীদের ক্ষেত্রে, ৮ বছর বয়সের নীচের শিশুদের ক্ষেত্রে এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

বমিবমি ভাব, বমি, ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি, হেমােলাইটিক এনেমিয়া, ইউসিনােফিলিয়া হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডোক্সিসাইক্লিন এড়ানো উচিত, কারণ ভ্রূণের হাড়ের বৃদ্ধিতে ইহা ঝুঁকির কারণ। ডক্সিসাইক্লাইনগুলি মায়ের দুধে প্রবেশ করে এবং এই ওষুধ গ্রহণকারী মায়েরা তাদের সন্তানের বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকা উচিত।

সতর্কতা

শিশুদের (গর্ভাবস্থার শেষার্ধ, শৈশবকাল এবং ৮ বছরের কম বয়স্ক শিশু) দাঁতের গঠনের সময় টেট্রাসাইক্লিন এর ব্যবহারে স্থায়ীভাবে দাঁতের রং পরিবর্তন হতে পারে। তাই এই সময় টেট্রাসাইক্লিন ব্যবহার করা উচিত নয়।

থেরাপিউটিক ক্লাস

Tetracycline group of drugs

সংরক্ষণ

আলাে থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?