হেপাভির ট্যাবলেট
Pack Image
১০০ মি.গ্রা.
Unit Price:
৳ 25.17
(5 x 4: ৳ 503.40)
Strip Price:
৳ 100.68
নির্দেশনা
ল্যামিভুডিন ট্যাবলেট ক্রণিক হেপাটাইটিস বি-এর চিকিৎসায় যেখানে হেপাটাইটিস বি ভাইরাসের রেপিকেশনের প্রমাণ রয়েছে এবং একটিভ যকৃতের প্রদাহের চিকিৎসায় ব্যবহার করা যাবে।
মাত্রা ও সেবনবিধি
ক্রণিক হেপাটাইটিস বি-এর চিকিৎসায় ল্যামিভুডিন ট্যাবলেটের নির্দেশিত মাত্রা হলো ১০০ মি.গ্রা. দিনে ১ বার।
ঔষধের মিথষ্ক্রিয়া
ট্রাইমিথোপ্রিম এবং সালফামেথোক্সোজল রক্তে ল্যামিভুডিনের মাত্রা বাড়িয়ে দেয়।
প্রতিনির্দেশনা
এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায় ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
ল্যাকটিক এসিডোসিস এবং লিভারের আকার বৃদ্ধি পেতে পারে এবং স্টিয়াটোসিস হতে পারে। চিকিৎসা পরবর্তী হেপাটাইটিস বি এর অবনতি, অগড়বাশয়ের প্রদাহ এবং ভাইরাল মিউটেন্ট তৈরী হয়ে ওষুধের কার্যকারীতা হ্রাস পেতে পারে। ম্যাজ ম্যাজ ভাব, ক্লান্তি, জ্বর, নাক-কান-গলার ইনফেকশন, গলায় ব্যথা, বমি ভাব, বমি, পেটে অস্বস্তি, ব্যথা, ডায়রিয়া, মাংসপেশীর ব্যথা, অস্থিসন্ধির ব্যথা, মাথা ব্যথা, ত্বকে লালচে দাগ ইত্যাদি হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় যদি সম্ভাব্য উপকার সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশী মনে হয়, তখনই ব্যবহার করা যাবে। ল্যামিভুডিন গ্রহণকালে মাকে স্তন্যদান থেকে বিরত থাকা উচিত।
থেরাপিউটিক ক্লাস
Hepatic viral infections (Hepatitis B)
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।