ল্যাকটেজ

নির্দেশনা

বাচ্চাদের ল্যাকটোজ ইনটলারেন্স এর লক্ষণসমুহ প্রতিরোধে-
  • ইনফ্যানটাইল কোলিক
  • পেটে ব্যথা
  • পেট ফোলা
  • পেট ফাপা
  • ডায়রিয়া
  • বরবরিগমি

উপাদান

  • প্রতিটি ট্যাবলেটে আছে ল্যাকটেজ ইউএসপি ৯০০০ আইইউ
  • প্রতি মি.লি. ড্রপে রয়েছে ল্যাকটেজ ইউএসপি ০.১১ গ্রাম যা ৩৩৩৩.৩৩ ইউনিট এর সমতূল্য।

ফার্মাকোলজি

ল্যাকটেজ এক প্রকারের এনজাইম যা ল্যাকটোজ ইনটলারেন্স এর লক্ষণসমুহ প্রতিরোধে সহায়তা করে। ইহা ল্যাকটোজকে হাইড্রোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ ও গ্যালাকটোজ উৎপন্ন করে এবং দুগ্ধজাত খাবার সহজে পরিপাক করে থাকে।

মাত্রা ও সেবনবিধি

ট্যাবলেট: দুগ্ধজাত খাবারের সাথে ১ টি ট্যাবলেট নির্দেশিত। প্রয়োজনে ডোজ একবারে ২ টি ট্যাবলেট পর্যন্ত দেয়া যেতে পারে।

পেডিয়াট্রিক ড্রপস্
: কটেজ এনজাইম মাতৃদুগ্ধে অথবা ফরমুলাতে যোগ করার নির্দেশনাসমূহ-

মাতৃদুগ্ধে:
  • জীবানুমুক্ত পাত্রে কয়েক টেবিল চামচ (২-৩ টেবিল চামচ) মাতৃদুগ্ধ নিতে হবে
  • ৪ ড্রপস ল্যাকটেজ পেডিয়াট্রিক ড্রপস যোগ করতে হবে
  • মাতৃদুগ্ধ খাওয়ানোর পূর্বে এই দ্রব্য শিশুকে চামচ অথবা ওরাল সিরিন্জ দিয়ে খাওয়াতে হবে
  • সাধারণভাবে মাতৃদুগ্ধ খাওয়াতে হবে
ফর্মুলা:
  • ৪ ড্রপস ল্যাকটেজ পেডিয়াট্রিক ড্রপস কুসুম গরম (অতিরিক্ত নয়) ফরমুলাতে যোগ করতে হবে
  • ৩০ মিনিট অপেক্ষা করতে হবে, এবং মাঝে মধ্যে ঝাকাতে হবে
পূর্বেই ফরমুলা তৈরি:
  • ২ ড্রপস ল্যাকটেজ পেডিয়াট্রিক ড্রপস কুসুম গরম ফরমুলাতে যোগ করতে হবে
  • কমপক্ষে ৪ ঘন্টা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে
  • সাধারণভাবে খাওয়াতে হবে।
  • তৈরি করার ১২ ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে
  • অব্যবহৃত ফরমুলা ফেলে দিতে হবে

ঔষধের মিথষ্ক্রিয়া

এখনও ল্যাকটেজের প্রতিক্রিয়ার কোন উপাত্ত পাওয়া যায় নাই।

প্রতিনির্দেশনা

এই ওষুধ ল্যাকটেজ অথবা ল্যাকটেজ পেডিয়াট্রিক ড্রপের কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

ল্যাকটেজের মুখ্য পার্শ্ব প্রতিক্রিয়াসমুহ দেখা যায় নাই। সামান্য পার্শ্ব প্রতিক্রিয়াসমুহ যেমন ফুসকুড়ি, চিন্তায় বিঘ্ন, বুকে চাপ অনুভব করা ইত্যাদি হতে পারে।

সতর্কতা

দুধ কুসুম গরম এবং শারিরীক তাপমাত্রার কাছাকাছি হতে হবে কিন্তু খুব গরম অথবা খুবঠান্ডা হওয়া উচিত নয়। যে দুধে ল্যাকটেজ প্যাডিয়াট্রিক ড্রপস মিশ্রিত আছে তা ফুটানো যাবে না।

মাত্রাধিক্যতা

ল্যাকটেজের অতিরিক্ত ব্যবহারে পাতলা পায়খানা হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Enzymes

সংরক্ষণ

৩০°সে. এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। ড্রপের ছিপি খোলার পর রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে এবং ৬ সপ্তাহ পর ব্যবহার করা যাবে না।