অশোকারিস্ট

নির্দেশনা

অশোকারিস্ট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • ডিস্‌ফাংশনাল ইউটেরাইন ব্লিডিং (ডি ইউ বি)
  • সেকেন্ডারী অ্যামেনোরিয়া
  • মেনোরেজিয়া
  • পলি সিস্‌টিক ওভারিয়ান সিনড্রোম (পি সি ও এস)
  • বন্ধ্যাত্ব।

উপাদান

প্রতি ৫ মি.লি. সিরাপে আছে-
  • সারাকা ইন্ডিকা ১.৫২ গ্রাম
  • নাইজেলা সেটিভা ১৫.১৫ মি. গ্রা.
  • সাইপেরাস রটনডাস ১৫.১৫ মি. গ্রা.
  • জিনজিবার অফিসিনালি ১৫.১৫ মি. গ্রা.
  • বার্বেরিস এরিস্টাটা ১৫.১৫ মি. গ্রা.
  • নেলামবিয়াম নুসিফেরা ১৫.১৫ মি. গ্রা.
  • ম্যাংগিফেরা ইন্ডিকা ১৫.১৫ মি. গ্রা.
  • অ্যাডোহটোডা ভ্যাসিকা ১৫.১৫ মি. গ্রা. সহ অন্যান্য ভেষজ উপাদানের নির‌্যাস।

বিবরণ

অস্বাভাবিক ইউটেরাইন ব্লিডিং এক বিশেষ ধরনের উপসর্গ যা সাধারণত মহিলাদের প্রজণনকালীন সময়ে দেখা দেয় এবং প্রায় শতকরা ২০ ভাগ মহিলা এ ধরনের সমস্যা নিয়ে স্ত্রী-রোগ বিশেষজ্ঞদের কাছে হাজির হয়। আয়ুর্বেদ, ইন্ডিয়ান চিকিৎসা ব্যবস্থার এক প্রাচীনতম শাখা, যেখানে অস্বাভাবিক ইউটেরাইন ব্লিডিং এ উপকারী বহু ভেষজের কথা উল্লেখ রয়েছে। অশোকারিষ্ট (সারাকা ইন্ডিকা, ম্যাংগিফেরা ইন্ডিকা এবং অ্যাডোহটোডা ভ্যাসিকা) জরায়ুর নানাবিধ সমসা জনিত চিকিৎসায় বৈজ্ঞানিকভাবে প্রমানিত ও কার্যকরী।

ফার্মাকোলজি

মহিলাদের মাসিক সংক্রান্ত বিভিন্ন ধরনের অসুবিধা এবং স্ত্রী-হরমোনের অসমতায় সারাকা ইন্ডিকা সবচেয়ে জনপ্রিয় নিরাময়ক। এ বৃক্ষের প্রধান উপাদান হলো স্টেরয়েডাল অংশ ও ক্যালমিয়াম লবণ। সারাকা ইন্ডিকার বাকলে ইস্ট্রোজেন জাতিয় উপাদান আরগোস্টেরল থাকে। অন্যান্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান হলো অ্যালকেন এস্টার, ট্যানিন, ক্যাটাচিন, ক্যাটিকোল ও এপিক্যাটিচিন। ভেষজটি ওভারিয়ান টিস্যুকে উত্তেজিত করার মাধ্যমে এস্ট্রোজেনের কার্যকরীতা বৃদ্ধি করে ওভুলেশন ঘটায় ও এন্ড্রোমেট্রিয়ামকে মেরামত করে। এটি জরায়ু মাংসপেশীকে সক্রিয় করে যা শক্তিশালী জরায়ু রক্তক্ষরণরোধক হিসেবে কাজ করে। এটি মহিলাদের প্রজনন অঙ্গ ও রক্তের পুষ্টি বৃদ্ধি করে এবং হাইপোথেলামিক পিটুইটারী ওভারিয়ান এঙিসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে স্ত্রী-হরমোনের সঠিক উৎপাদন ও মাসিক চক্রের নিয়মিতকরণে সহায়তা করে। সারাকা ইন্ডিকা প্রোস্টাগান্ডিন এইচ ২ সিনথেটেসকে বাঁধা প্রদানের মাধ্যমে জরায়ু থেকে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে। ব্যথা নাশকের ন্যায় সারাকা ইন্ডিকা জরায়ু ব্যথায় নির্দেশিত। এছাড়াও এ ভেষজের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা রয়েছে। ম্যাংগিফেরা ইন্ডিকা সংকোচক ও বমি প্রতিরোধক এবং জরায়ু প্রদাহ ও রক্ত জমাট সংক্রান্ত জটিলতায় উপকারী। এটি মহিলাদের যৌন ও মূত্রনালীকে দৃঢ় করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এটি মাসিকের ব্যথা সারায় ও জরায়ুকে নিয়ন্ত্রন করে। এর ব্যাকটেরিয়া ও ভাইরাস বিরোধী কার্যকরীতা রয়েছে। সাইপেরাস রটনডাস রক্ত স্বল্পতা ও সাধারণ দুর্বলতায় কার্যকর। অ্যাডোহটোডা ভ্যাসিকা অতিরিক্ত রক্তপাত বন্ধ করে এবং ডিস্‌ফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এ উপকারী।

মাত্রা ও সেবনবিধি

১২ বছরের উপরে এবং প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে: ২-৩ চা চামচ (১০-১৫ মি.লি.) দিনে ২-৩ বার খাওয়ার পর ৩-৬ মাস ধরে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া জানা যায়নি।

পার্শ্ব প্রতিক্রিয়া

নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। নিষেধাজ্ঞা জানা যায়নি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার উচিৎ নয়।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?