পত্রাঙ্গাসব

নির্দেশনা

এই সিরাপ লিউকোরিয়া, সারভিসাইটিস, নন-স্পেসিফিক ভেজাইনাটিস ও পেলভিক ইনফ্লামেটোরী ডিজিস এ নির্দেশিত। এছাড়াও এই সিরাপ লিউকোরিয়া সংক্রান্ত কোমর ব্যথা, এন্ড্রোমেট্রোসিস ও মহিলা যৌনাঙ্গের সমস্যায় ব্যবহৃত হয়।

উপাদান

প্রতি ৫ মি.লি. সিরাপে আছে
  • উডফর্ডিয়া ফ্রুটিকোসা ৭১.৫৭ মি.গ্রা.
  • হেমিডেসমাস ইন্ডিকাস ৪.৪৭ মি.গ্রা.
  • একাসিয়া ক্যাটেচু ৪.৪৭ মি.গ্রা.
  • ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ৪.৪৭ মি.গ্রা.
  • ক্যাসালপিনিয়া স্যাপন ৪.৪৭ মি.গ্রা.
  • এডহোটোডা ভেসিকা ৪.৪৭ মি.গ্রা. এবং
  • এজল মারমেলস ৪.৪৭ মি.গ্রা. সহ অন্যান্য ভেষজ উপাদানের নির্যাস।

বিবরণ

পত্রাঙ্গাসব ২৩ টি কার্যকরী বাংলাদেশী হার্বসের সমন্বয়ে তৈরী যা সমগ্র জরায়ুর পেশীতত্ত্বকে শক্তিশালী করতে সহায়তা করে। পত্রাঙ্গাসব একটি আয়ুর্বেদিক ওষুধ যা স্ত্রী-রোগ যেমন অতিরিক্ত রজঃস্রাব, সাদাস্রাব ও জ্বরে ব্যবহৃত হয়। এটি সাদাস্রাবের জন্য সময় পরীক্ষিত গবেষণালব্ধ ওষুধ।

ফার্মাকোলজি

উডফর্ডিয়া ফ্রুটিকোসা: উডফর্ডিয়া ফ্রুটিকোসা উচ্চ ট্যানিন সমৃদ্ধ লিথ্রেসি গোত্রের অন্তর্ভূক্ত যা ধারক, উদ্দীপক, জরায়ুর প্রশাস্তিদায়ক এবং শক্তিশালী ব্যাকটেরিয়া বিরোধী। এটি যৌনাঙ্গের pH কমিয়ে পুনরাক্রমন প্রতিরোধ করে। গবেষণায় দেখা যায় উডফর্ডিয়া ফ্রুটিকোসা নির্যাসে শক্তিশালী ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ ট্যানিন জাতীয় বিশেষ ধরণের উপাদান থাকে যা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে বাধা অতিক্রম করতে সক্ষম। এর বাধাদানকারী ক্রিয়া আদর্শ জীবাণু বিরোধী Ciprofloxacin এবং Amoxicillin এর সঙ্গে তুলনীয়। অধিকন্তু উডফর্ডিয়া ফ্রুটিকোসা ফুল নন-স্পেসিফিক ইমিউনিটি প্রদান করে। এটি রেটিকিউলো-এন্ডোথেলিয়াল সিস্টেমকে উদ্দীপ্ত করে এবং ম্যাক্রোফেজ থেকে সাইটোকাইন নি:সরণ করতে সহায়তা করে। এটি অস্থি মজ্জা কোষের সংখ্যা বৃদ্ধি করে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর নি:সরণ করে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে।

হেমিডেসমাস ইন্ডিকাস: রাসায়নিক বিশ্লেষণে দেখা যায় এর মূলে কুমারিন, উদ্বায়ী তেল ও দুটি স্টেরল থাকে। এর মূল থেকে ২-হাইড্রোক্সি ৪-মিথোক্সি বেনজালডিহাইড পৃথক করা হয়েছে যা ক্রনিক প্রদাহের বিরুদ্ধে কার্যকর। পরীক্ষামূলক ও ক্লিনিক্যাল গবেষণায় এর ফাংগাস বিরোধী কার্যকরীতা উল্লেখযোগ্যভাবে প্রমাণিত।

একাসিয়া ক্যাটেচু: একাসিয়া ক্যাটেচু শক্তিশালী ধারক এবং অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্রমের জন্য অত্যন্ত মূল্যবান। এটি জ্বররোধী, প্রদাহবিরোধী, অ্যান্টিঅক্সিডেন্ট ও জীবাণুবিরোধী কার্যক্রমের মত বিভিন্ন ফার্মাকোলজিক্যাল ক্রিয়া দেয়। ক্যাটিচিন ও ট্যাক্সিফোলিন এর উল্লেখযোগ্য জীবাণুরোধী প্রভাব রয়েছে যা একাসিয়া ক্যাটেচু এর প্রধান উপাদান। ক্রনিক গনোরিয়া চিকিৎসায় একাসিয়া ক্যাটেচু ব্যবহৃত হয়।

ম্যাঙ্গিফেরা ইন্ডিকা: ম্যাঙ্গিফেরা ইন্ডিকার সক্রিয় উপাদান ম্যাঙ্গিফেরিন যা ব্যাকটেরিয়ারোধী, ভাইরাসরোধী, প্রদাহবিরোধী ও অ্যালার্জি বিরোধী হিসেবে কাজ করে। এটি মাস্ট সেলের ডিগ্রানুলেশনে বাধা দেয়।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: ৩ চা চামচ (১৫ মি.লি.) দিনে ৩ বার খাওয়ার পর ১৫ দিন ধরে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া

নির্দেশিত মাত্রায় সেবনে কোন স্বাস্থ্য সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া তথ্য জানা যায়নি। কিন্তু উচ্চ মাত্রায় সেবনে কখনো কখনো জ্বালাপোড়া, ডায়রিয়া বা মূত্র নিঃসরণ বেড়ে যেতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

চিকিৎসা গবেষণা তথ্যানুযায়ী গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে এর ব্যবহার কোন সমস্যা সৃষ্টি করে বলে জানা যায়নি তথাপি গর্ভাবস্থায় ব্যবহার করা উচিৎ নয় বা ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিৎ।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, শুল্ক ও ঠান্ডা স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?