আনডিনেচার্ড টাইপ ২ কোলাজেন

নির্দেশনা

আনডিনেচার্ড কোলাজেন II ক্যাপসুল নিম্নোক্ত সকল রােগের ক্ষেত্রে নির্দেশিত-
  • অষ্টিওআর্থ্রাইটিস
  • রিউম্যাটয়েড আর্থ্রাইটিস
  • অস্থিসন্ধির ব্যথা
  • অস্থিসন্ধির নমনীয়তা ও গতিশীলতার অসুবিধায়
  • অস্থিসন্ধির অস্বস্তি এবং সংকোচন-প্রসারণের অসুবিধায় (হাঁটু প্রসারণে অসুবিধা)
  • অস্থিসন্ধির কার্যক্ষমতার উন্নতিতে
  • অতিরিক্ত শ্রমসাধ্য ব্যায়াম এবং ক্রীড়ায়।

উপাদান

প্রতি ৪০ মিগ্রা ক্যাপসুলে পুষ্টিগুণের পরিমাণ:
  • ক্যালরি: ০.০৯ ক্যালরি
  • ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালরি: ০ ক্যালরি
  • মােট ফ্যাট: ০ মিগ্রা
  • স্যাচুরেটেড ফ্যাট: ০ মিগ্রা
  • ট্রান্স ফ্যাট: ০ মিগ্রা
  • কোলেস্টেরল: ০.০১ মিগ্রা
  • মােট কার্বোহাইড্রেট: ৫ মিগ্রা
  • সুগার: ০ মিগ্রা
  • খাদ্য আঁশ: ৫ মিগ্রা
  • প্রােটিন: ১৭ মিগ্রা
  • ক্যালসিয়াম: ০.০৪ মিগ্রা
  • সােডিয়াম: ০.৫১ মিগ্রা
  • আয়রন: ০.০০১ মিগ্রা
  • ক্লোরাইড: ৫.৬৪ মিগ্রা
  • পটাসিয়াম: ৬.৯২ মিগ্রা

ফার্মাকোলজি

আনডিনেচার্ড কোলাজেন II মুরগির স্টার্নামের কার্টিলেজ থেকে উদ্ভূত, যা একটি পেটেন্টেড, নিম্ন তাপমাত্রায়, নন-এনজাইম্যাটিক প্রক্রিয়া দ্বারা প্রস্তুতকৃত। এই প্রক্রিয়াটি আনডিনেচার্ড কোলাজেন II এর স্বাভাবিক আনবিক ট্রিপল হেলিক্স কাঠামাে এবং জৈবিক ক্রিয়াকে সমুন্নত রাখে। আনডিনেচার্ড কোলাজেন II একটি অনন্য কর্মপদ্ধতির মাধ্যমে কাজ করে। আনডিনেচার্ড কোলাজেন II এর এপিটপ নামে একটি সক্রিয় বাইন্ডিং সাইট আছে যা ওরাল টলারাইজেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ওরাল টলারাইজেশন প্রক্রিয়া দ্বারা আনডিনেচার্ড কোলাজেন II এর সক্রিয় এপিটপ গুলাে ক্ষুদ্রান্ত্রের পিয়ার'স প্যাচের (লসিকা কলা) সংস্পর্শে এসে কোলাজেন সংবেদী T-রেগুলেটরী কোষের সংশ্লেষণ ঘটায়। কোলাজেন সংবেদী T-রেগুলেটরী কোষগুলাে তখন অস্থিসন্ধিতে পৌঁছে T- কোষ এর সংশ্লেষণকে প্রতিরােধ করে।

T-কোষ এর সংশ্লেষণ প্রতিরােধ হওয়ার কারনে ম্যাক্রোফেজেস এর মাধ্যমে কোলাজিনেস এনজাইম এর সংশ্লেষণ বন্ধ করে যা অস্থিসন্ধির কার্টিলেজের ক্ষয় এর জন্য দায়ী। এটি প্রদাহ সৃষ্টিকারী সাইটোকাইনগুলাের উৎপাদন বন্ধ করে প্রদাহ রােধ করে, অস্থিসন্ধির কার্টিলেজ এর ক্ষয় রােধ করে এবং কার্টিলেজ এর পুনর্গঠনে সাহায্য করে। ইহা অস্থিসন্ধির কার্যক্ষমতা, গতিশীলতা ও নমনীয়তা বৃদ্ধি করে। এটি হাঁটুর প্রসারণ ১০% বৃদ্ধি করে যা শারীরিক গতিশীলতার উন্নতি ঘটায়। এটি কঠোর ব্যায়ামের ফলে সৃষ্ট অস্থিসন্ধির ব্যথা দূর করতে সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন একটি করে ক্যাপসুল পানির সাথে সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।

ঔষধের মিথষ্ক্রিয়া

কোন তথ্য জানা নেই।

প্রতিনির্দেশনা

যে সকল রােগীর মুরগি অথবা ডিমের প্রতি অতি-সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

আনডিনেচার্ড কোলাজেন II নির্দেশিত মাত্রায় শরীরের জন্য নিরাপদ ও সহনশীল। অতিরিক্ত মাত্রায় সেবন কোষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথা সৃষ্টি করতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে আনডিনেচার্ড কোলাজেন II এর ব্যবহার সম্পর্কিত কোন তথ্য জানা যায়নি।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals, Specific mineral preparations

সংরক্ষণ

আলাে এবং আর্দ্রতা থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।