প্রোবায়োটিক কম্বিনেশন [২০ বিলিয়ন]

নির্দেশনা

এই ড্রাগ পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করে এবং ডায়রিয়া উপশম করে। এটি গাট ফ্লোরাকে পুনঃস্থাপন করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে হওয়া পেটে অস্বস্তি ভাব নিরসন করে। এছাড়াও এটি আইবিএস এর সাথে সম্পর্কিত পেট ব্যথা এবং পেটে অস্বস্তি ভাব কমায়।

উপাদান

প্রতিটি ক্যাপসুলে রয়েছে ২০ বিলিয়ন
  • বাইফিডোব্যাকটেরিয়াম ল্যাকটিস বিএল-০৪
  • বাইফিডোব্যাকটেরিয়াম ল্যাকটিস বিআই-০৭
  • ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস এনসিএফএম এবং
  • ল্যাকটোব্যাসিলাস প্যারাকেসেই এলপিসি-৩৭ এর সমন্বয়।

ফার্মাকোলজি

ইহা হচ্ছে বাইফিডোব্যাকটেরিয়াম ল্যাকটিস বিএল-০৪, বাইফিডোব্যাকটেরিয়াম ল্যাকটিস বিআই-০৭, ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস এনসিএফএম এবং ল্যাকটোব্যাসিলাস প্যারাকেসেই এলপিসি-৩৭ এই চারটি প্রোবায়োটিকের একটি ইউনিক ফ্রিজ ড্রাইড সমন্বয়। এটি ডায়রিয়া, অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার এবং স্ট্রেস এর কারণে ক্ষতিগ্রস্থ হওয়া গাট ফ্লোরাকে প্রতিস্থাপন করে জি.আই ট্র্যাক্টের সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। প্রচুর ইন ভিট্রো এবং ইন ভিভো পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে যে এই প্রোবায়োটিক কম্বিনেশনটি পাকস্থলিতে অপরিবর্তিত থেকে পাকস্থলির সেল লাইনে সংযূক্ত হতে পারে। এটি অ্যান্টিবায়োটিকের কারণে ক্ষতিগ্রস্ত্র হওয়া মাইক্রোবায়োটা কে পূনঃস্থাপণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন একটি ক্যাপসুল খাবারের সাথে গ্রহণ করতে হবে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী গ্রহণ করতে হবে। ডায়রিয়া এবং অ্যান্টিবায়োটিক কোর্সের ক্ষেত্রে এই ক্যাপসুল ২-৪ সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে এবং আইবিএস এর ক্ষেত্রে এর সেবনকাল ৪-১২ সপ্তাহ। যে সকল শিশু গলধঃকরণে অপারগ তাদের ক্ষেত্রে এই ক্যাপসুল খুলে পানি, জুস অথবা স্বাভাবিক তাপমাত্রার দুধের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে।

ঔষধের মিথষ্ক্রিয়া

এর ড্রাগ ইন্ট্যার‌্যাকশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

প্রতিনির্দেশনা

এই ড্রাগে সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

এটি একটি নিরাপদ ওষুধ কিন্তু কিছুকিছু ক্ষেত্রে পেটে গ্যাস এবং অস্বস্তিভাব দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সতর্কতা

গর্ভবতী, আসন্ন গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মাত্রাধিক্যতা

এর মাত্রাধিক ব্যবহারে তেমন উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals, Probiotic

সংরক্ষণ

২৫°সে. তাপমাত্রার উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।