বুডেসোনাইড (ন্যাজাল স্প্রে)

নির্দেশনা

বুডেসোনাইড ন্যাজাল স্প্রে নিম্নোক্ত উপসর্গে নির্দেশি-
  • মৌসুমী এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এর প্রতিরোধ এবং চিকিত্সায়।
  • ভ্যাসোমোটর রাইনাইটিস প্রতিরোধ এবং চিকিত্সইয়।
  • নাকের পলিপোসিসের লক্ষণীয় উপশমে।
  • পলিপেক্টমির পরে নাকের পলিপ প্রতিরোধে।

ঔষধের মাত্রা

প্রাপ্তবয়স্ক এবং ৬ বছর বা তার বেশি বয়সী শিশু: প্রতিদিন ১০০ মাইক্রোগ্রাম স্প্রে প্রতি নাসারন্ধ্রে (একটি স্প্রে) প্রতিদিন একবার করে নির্দেশিত।

প্রাপ্তবয়স্কদের (১২ বছর বা তার বেশি বয়সী): সর্বাধিক প্রস্তাবিত ডোজ হল প্রতিদিন একবার করে ৪০০ মাইক্রোগ্রাম স্প্রে প্রতি নাসারন্ধ্রে (চারটি স্প্রে) প্রতিদিন একবার করে নির্দেশিত।

পেডিয়াট্রিক ব্যবহার: ৬ বছরের কম বয়সী শিশু রোগীদের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

সেবনবিধি

ন্যাজাল স্প্রে ব্যবহারবিধি-
  • বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন এবং ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
  • বোতলটি বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড় করিয়ে তর্জনী ও মধ্যমা নজলের দুই পাশে স্থাপন করে স্প্রেটি ধরুন। একটি ভাল স্প্রে বের না হওয়া পর্যন্ত চাপ প্রয়োগ করুন। প্রথমবার ব্যবহার করলে কিংবা এক সপ্তাহ অথবা তার অধিক সময় ব্যবহার বন্ধ রাখলে স্প্রেটি কয়েকবার চাপ প্রয়োগ করুন যতক্ষন পর্যন্ত না কুয়াশার মত নিখুঁত স্প্রে বেরিয়ে আসছে।
  • সাবধানে নাক ঝেড়ে নাসারন্ধ্র পরিস্কার করুন।
  • একটি নাসারন্ধ্র বন্ধ করে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি অন্য নাসারন্ধ্রে সাবধানে প্রবেশ করান। মাথা সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে ন্যাজাল স্প্রেটি সোজাভাবে রাখুন। নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেয়ার সময় ন্যাজাল অ্যাপ্লিকেটরটির সাদা কলারের উপর নিচের দিকে সমানভাবে জোরে চাপ দিয়ে স্প্রে করুন।
  • মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন।
  • পরবর্তী ডোজের জন্য একই / অন্য নাসারন্ধ্রে একই পদ্ধতিতে স্প্রে করুন।
পরিস্কার প্রণালী: প্রতি সপ্তাহে অন্ততঃ একবার ন্যাজাল স্প্রেটি পরিস্কার করা উচিত। পরিস্কার পদ্ধতি নিম্নরূপ-
  • ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
  • সাবধানে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি টেনে খুলে ফেলুন।
  • উষ্ণ পানিতে অ্যাপ্লিকেটর এবং ডাস্ট কাভারটি ধুয়ে ফেলুন।
  • অতিরিক্ত পানি ঝেড়ে ফেলুন এবং স্বাভাবিক তাপমাত্রায় শুকিয়ে নিন। অতিরিক্ত ভাপ প্রয়োগ পরিহার করুন।
  • সাবধানতার সঙ্গে অ্যাপ্লিকেটরটি বোতলটির উপরিভাগে পুনঃস্থাপন করুন এবং ডাস্ট কাভারটি পনুরায় সংযুক্ত করুন।

পার্শ্ব প্রতিক্রিয়া

বুডেসোনাইড ব্যবহারের পর লোকাল প্রতিকূল প্রতিক্রিয়াগুলি হালকা এবং সাধারণত ক্ষণস্থায়ী হয়। বিউডেসোনাইড অনুনাসিক প্রস্তুতির ক্লিনিকাল গবেষণার সময় সিস্টেমিক পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাঁচি, মাথাব্যথা, গলা ব্যথা, শুষ্ক মুখ, বমি বমি ভাব ইত্যাদি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে পাওয়া গেছে।

থেরাপিউটিক ক্লাস

Nasal Decongestants & Other Nasal Preparations, Respiratory corticosteroids

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?