Zinc oxide, Octinoxate, Enzacamene and Avobenzone

নির্দেশনা

এই ক্রীম ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে সুরক্ষা, ফটোডার্মাটোসেস, ত্বকের রংজনিত সমস্যা, সোলার আরটিকারিয়া, একিউট সােলার ডার্মাটাইটিস, ওষুধের কারনে ফটোসেনসিটিভিটি, একিউট লুপাস ইরাথেমেটোসাস, পলিমরফিক লাইট ইরাপশন, ইত্যাদিতে নির্দেশিত।

ফার্মাকোলজি

এই ক্রীম টি উপাদানের সংমিশ্রণে তৈরী, যা উচ্চ প্রতিরক্ষামূলক সানস্ক্রিন ক্রিয়া সরবরাহ করে যার ফলে এটি সূর্যের অতিবেগুণী রশ্মির প্রভাব যেমন ত্বকের ক্যান্সার, ত্বকে কুঁচকানো দশা, বুড়িয়ে যাওয়া এবং তবকের কালচে হওয়া থেকে সুরক্ষা দেয় এর সান প্রটেকশন ফ্যাক্টর (এসপিএফ) ৬০ এবং ইউভিএ প্রটেকশন গ্রেড +++, ইউভিএ এবং ইউভিবি উভয়ের জন্যই কার্যকরী জিঙ্ক অক্সাইড দেয়াল হিসেবে কাজ করে ইউভি রশ্মিকে প্রতিফলিত করে ত্বককে সুরক্ষা দেয় ভোবেনজোন, অকটিনোক্সেট এনজাকামিন ইউভি রশ্মিকে শোষণ করে এবং তাপে রূপান্তরিত করে ত্বকের মাধ্যমে নিঃসরণ করে এর দীর্ঘসময় ধরে সূর্যরশ্মি থেকে ত্বককে সুরক্ষা করার ক্ষমতা আছে।

ঔষধের মাত্রা

এই ক্রীমের পাতলা আবরণ শরীরের অনাবৃত এলাকায় (মুখ, ঘাড় ও শরীর) বাইরে যাবার ৩০ মিনিট আগে হালকা ঘষে ত্বকে শোষিত হবার আগ পর্যন্ত প্রয়োগ করতে হবে। প্রতিনিয়ত সূর্যরশ্মিতে থাকলে (যেমন-সাঁতার কাটা ও ব্যায়াম) দুই ঘণ্টা অন্তর প্রয়োগ করলে ভালো সুরক্ষা পাওয়া যায়।

সেবনবিধি

  • হাতের তালুতে পর্যাপ্ত পরিমাণে ক্রিম নিন
  • হালকা করে মুখ ও শরীরের অনাবৃত স্থানে প্রয়োগ করুন
  • হালকা করে ঘষে লাগান

ঔষধের মিথষ্ক্রিয়া

এই ক্রীমের সাথে অন্যান্য ত্বকীয় ওষুধের কোন প্রতিক্রিয়া আছে কিনা তা জানা যায়নি।

প্রতিনির্দেশনা

এই ক্রীমে অথবা অন্যান্য তালিকাভুক্ত কোন উপাদানে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

স্পর্শকাতর ত্বকে প্রয়োগ করলে ইরাইথেমা, জ্বলুনি ও র‍্যাশ হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগনেন্সি ক্যাটাগরি-সি। মায়েদের স্তন্যদানের মাধ্যমে এই ক্রীম নিঃসৃত হয় কিনা তা জানা যায় নি। এই ক্রীম গর্ভাবস্থায় ও সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

সতর্কতা

শুধুমাত্র বাহ্যিক ত্বকে ব্যবহারের জন্য। ছুলে যাওয়া বা ফেটে যাওয়া ত্বকে ব্যবহার করলে হালকা জ্বলুনিভাব দেখা যেতে পারে।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

শিশুদের ক্ষেত্রে এই ক্রীমের সুরক্ষা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয়।

থেরাপিউটিক ক্লাস

Sunblock Preparation

সংরক্ষণ

৩০° সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। রেফ্রিজারেটরে রাখবেন না। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names