অ্যাক্লিডিনিয়াম ব্রোমাইড + ফর্মোটেরল ফিউমারেট

নির্দেশনা

এটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) আক্রান্ত রোগীদের মেইনটেনেন্স থেরাপিতে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

শুধুমাত্র ওরাল ইনহেলেশনের জন্য। ইনহেলার ডিভাইস ব্যাবহার করে ইহা গ্রহণ করতে হবে। ৪০০ মাইক্রোগ্রাম/১২ মাইক্রোগ্রাম, প্রতিদিন দুবার (একটি ইনহেলেশন ক্যাপসুল সকালে এবং একটি সন্ধ্যায়)। দিনে দুবার একের বেশি ইনহেলেশন গ্রহণ করবেন না।

থেরাপিউটিক ক্লাস

Combined bronchodilators

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?