সিটালকোনিয়াম ক্লোরাইড + কোলিন স্যালিসাইলেট

নির্দেশনা

এই ওরাল জেল সাধারণত মাউথ আলসার/অ্যাপথাস আলসার/ক্যাঙ্কার সোর, কোল্ড সোর/জ্বরের কারণে সৃষ্ট জলফোস্কা, বাঁধানো দাঁতের কারণে ব্যথা, ব্রেস ব্যবহারের কারণে প্রদাহ, মাড়ি ফুলে যাওয়া এবং অর্থোডোন্টিক ডিভাইসের কারণে সৃষ্ট সোর স্পটসের ব্যথা, অস্বস্তি এবং প্রদাহ দ্রুত নিবারণে নির্দেশিত।

ফার্মাকোলজি

কোলিন স্যালিসাইলেটের ব্যথানাশক এবং প্রদাহনাশক কার্যকারিতা রয়েছে। কোলিন স্যালিসাইলেটের স্যালিসাইলিক এসিড সদৃশ এন্টিথ্রোম্বোটিক ক্রিয়া নেই। কোলিন স্যালিসাইলেট প্রোষ্টাগ্লানডিন তৈরি প্রতিরোধ করার মাধ্যমে বেদনানাশক এবং প্রদাহনাশক হিসাবে কাজ করে বলে ধারনা করা হয়। সিটালকোনিয়াম ক্লোরাইড এন্টিসেপটিক মুখের ভিতর ক্ষতজনিত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যাকটেরিসাইডাল কার্যকারিতা দেয়।

শোষণ: কোলিন স্যালিসাইলেট অস্ত্র থেকে শোষিত হয়।
বিতরণ: বহিঃকোষীয় পানি এবং অধিকাংশ কলাতন্ত্রের মাধ্যমে
প্লাজমা অর্ধায়ু: ২-৪ ঘন্টা
নিষ্কাশন: প্রধানত মূত্রে নির্গত হয়
প্রোটিন বাইন্ডিং: ৮০-৯০%

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক: হাত ভালোভাবে পরিস্কার করে আঙ্গুলে পরিমান মতো (অর্ধ ইঞ্চি) জেল নিয়ে ক্ষতস্থানে লাগান। প্রতি তিন ঘন্টা অন্তর পুনরায় ব্যবহার করা যেতে পারে।

ঔষধের মিথষ্ক্রিয়া

স্যালিসাইলেটস এন্টিকোয়াগুলেন্টসের কার্যকারিতা বাড়িয়ে দিতে এবং ইউরিকোসুরিকসের কার্যকরিতা বন্ধ করতে পারে।

প্রতিনির্দেশনা

ব্যবহার্য নয়:
  • স্যালিসাইলেট যেমন এসপিরিনের এর প্রতি সংবেদনশীলতা।
  • সক্রিয় পেপটিক আলসার যদি থাকে সেক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

স্যালিসাইলেটস সংবেদনশীল রোগীর ক্ষেত্রে শ্বসনতন্ত্রের সংকোচন এবং শ্বাসকষ্ট ঘটাতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে স্যালিসাইলেটের নিরাপত্তা প্রমাণিত। ওষুধটি সামান্য পরিমান মাতৃদুগ্ধে নিঃসৃত হতে পারে কিন্তু দুগ্ধপানকারী বাচ্চাদের উপর তেমন কোন ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি।

সতর্কতা

অনুমোদিত মাত্রার অতিরিক্ত পরিমান ব্যবহার করা যাবে না।

থেরাপিউটিক ক্লাস

Non-steroidal Anti-inflammatory Drugs (NSAIDs), Preparations for Oral Ulceration & Inflammation

সংরক্ষণ

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?