Habb-E Yarqan

Indications

লিভাটেক্স ক্যাপসুল যকৃতের দুর্বলতা, যকৃত প্রদাহ, জন্ডিস, পিত্তরস নিঃসরণের পথে প্রতিবন্ধকতা দূর করে।

Composition

প্রতিটি লিভাটেক্স ক্যাপসুলে রয়েছে প্রধান প্রধান উদ্ভিদ ও খনিজ উপাদান এবং অন্যান্য সহযোগী উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী অনুযায়ী প্রস্তুত।
  • রেউচিনি- ৮৫.০০ মিঃ গ্রাম
  • কাসনী বীজ- ৮০.০০ মিঃ গ্রাম
  • শোরা- ৮০.০০ মিঃ গ্রাম
  • শুকনো কাকমাচী- ৮০.০০ মিঃ গ্রাম
  • নিশাদল- ৪০.০০ মিঃ গ্রাম
  • গোলমরিচ- ৪০.০০ মিঃ গ্রাম
  • শোধিত গন্ধক- ৪০.০০ মিঃ গ্রাম
  • গেরুমাটি- ৪০.০০ মিঃ গ্রাম
  • কৃশতা খুবফুল হাদীদ- ১৫.০০ মিঃ গ্রাম
  • আবে তুরব- প্রয়োজন মতো
  • অন্যান্য সহযোগী উপাদান ৫০ মিঃ গ্রাম

Pharmacology

লিভাটেক্স ক্যাপসুল বিভিন্ন উদ্ভিদ ও খনিজ উপাদান হতে প্রস্তুতকৃত ঔষধ। এটি মানবদেহের পেট ফাঁপা, যকৃতের দুর্বলতা, যকৃত প্রদাহ, জন্ডিস, পিত্তরস নিঃসরণের পথে প্রতিবন্ধকতা দূর করে এবং বায়ুকে নাশ করে।

লিভাটেক্সের মূল উপাদান রাফনাস, টারপিথাম, এনথ্রাকুইনোন পাকস্থলীর এনজাইমের নিঃসরণকে বৃদ্ধি করে এবং হাইড্রোক্লোরিক এসিডের অতিরিক্ত নিঃসরণকে নিয়ন্ত্রণ করে পাকস্থলীর বায়ুকে উর্ধ্বগতির মাধ্যমে ইসোফিগাস দিয়ে বের করে দেয়।

রেউচিনি: (এনথ্রাকইনোন) এটি দান্তকারক ও মূত্রকারক এবং কাশি নিরাময়ে উপকারী। অর্দ্ধাঙ্গ, মুখবাকা, কম্পন রোগ নিরাময়ে উপকারী। রেউচিনিযুক্ত ঔষধ বৃহদান্ত্রে পৌঁছালে দাস্ত আসে এবং প্রস্রাবের বর্ণ হলুদ হয়।

আবে তুরব/রাফনাস: এটি প্রস্রাববর্ধক, বায়ুনাশক, হজমকারক, প্রতিবন্ধকতা দূর করে অর্শ ও শ্লেস্মা নিরাময়ে উপকারী। জন্ডিস, কিডনীর পাথরি রোগ নিরাময়ে বেশ কার্যকরী। মূলা বীজের প্রলেপ চামডার কালদাগ, শ্বেতী, ছোলী ইত্যাদি দূর করে এবং চেহারা উজ্জ্বল করে।

কুশতা খুবফুল-হাদীদ: এটি পাকস্থলী, লিভার, হৃদপিন্ড ও মূত্রথলির শক্তিবর্ধক এবং বারবার প্রস্রাব বা বহুমূত্র রোগ নিরাময়ে উপকারী। অর্শ বলির রক্তরোধক, বলকারক ও শোল রোগে ব্যবহার করা হয়।

নিশাদল: এটি কফ, পিত্ত, ঘর্ম, রজঃনিস্বারক ও মূত্রকারক। শ্বাসনালী ও ফুসফুসের প্রদাহ নাশক, জ্বরনাশক, প্লীহা প্রদাহ, স্তনরোগ, যোনিরোগ, রক্তপিত্ত ও কাশনাশক।

শোরা: এটি পরিষ্কারক, জীবাণু নাশক, মূত্রকারক, ঘর্মকারক ও জ্বর নাশক। কাশি, হাঁপানী, যকৃত প্রদাহ ও প্রস্রাবের জ্বালা পোড়া জনিত রোগ নিরাময়ে বেশ কার্যকরী।

তৈউরীমূল: (গ্রাইকোসাইড, টাপিথিন, স্যাপোনিন) এটি অচপিত্তরোগ, কোষ্ঠকাঠিন্য, খোচপাড়ায় রোগ নিরাময় করে।

Dosage & Administration

১-২ টি ক্যাপসুল দিনে ২-৪ বার আহারের ২০ মিনিট আগে অথবা চিকিৎসকের নির্দেশমত সেব্য।

Contraindications

তৈলাক্ত, ভাজাপোড়া, চর্বিজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।

Side Effects

কোনরূপ পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

Precautions & Warnings

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা বাঞ্চনীয়।

Therapeutic Class

Herbal and Nutraceuticals

Storage Conditions

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুল্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?