Arq Nankha
Indications
Arq Nankha অর্জীর্ন, রায়ুজনিত পেটব্যথা, পেট ফাঁপা ও হজমের দুর্বলতায় নির্দেশিত।
Composition
প্রতি ৫ মিঃ লিঃ পাইপার সিরাপ-এ আছে নিন্মোক্ত প্রধান প্রধান ভেষজের নির্যাস এবং অন্যান্য সহযোগী উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফমুলারী অনুযায়ী প্রস্তুত।
- নানখা- ৩০৫ মিঃ গ্রাঃ
- খুলঞ্জান- ১৭৫ মিঃ গ্রাঃ
- যরনব- ১৭৫ মিঃ গ্রাঃ
- যরম্বাদ- ১৭৫ মিঃ গ্রাঃ
- গুলাব-১.৫ মিঃ লিঃ
Pharmacology
Arq Nankha বিভিন্ন ভেষজের নির্যাস থেকে তৈরী- তরল ঔষধ যাহা পুরুষ ও মহিলা রোগীদের মুখে খাবার যোগ্য।
Arq Nankha এর উদ্বায়ী তৈল, অনুদ্বায়ী তৈল ও রেজিন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে পাকস্থলীর এনজাইম কে উজ্জীবিত করে পাকস্থলীর ক্রিয়াকে শক্তিশালী করে।
নানখা (রাসায়নিক উপাদান-উদ্বায়ী তৈল, প্রোটিন, ফেট অনুদ্বায়ী তৈল)- এটি বায়ুনিঃসারক, জীবানু নাশক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
খুলঞ্জান (রাসায়নিক উপাদান-উদ্বয়ী তৈল, রেজিন, ফ্লাভোনয়েড, ট্যানিন, কেমফেরল)-হজমকারক, বায়ুনিঃ সারক, ছত্রাকনাশক ও জীবানুনাশক। যরনব :- হজমকারক, সংকোচক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
যরম্বাদ (রাসায়নিক উপাদান- উদ্বায়ী তৈল, ট্যানিন, রেজিন, কারকিউমিন ও এ্যারাবিনস)- হজমকারক, বায়ুনিঃসারক, পাকস্থলীর শক্তিবর্ধক।
গুলাব (রাসায়নিক উপাদান-উদ্বয়ী তৈল, কেমফেরল, অনুযায়ী তৈল, ট্যানিন ও অর্গানিক এসিডস)- সংকোচক, মৃদুরেচক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
Arq Nankha এর উদ্বায়ী তৈল, অনুদ্বায়ী তৈল ও রেজিন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে পাকস্থলীর এনজাইম কে উজ্জীবিত করে পাকস্থলীর ক্রিয়াকে শক্তিশালী করে।
নানখা (রাসায়নিক উপাদান-উদ্বায়ী তৈল, প্রোটিন, ফেট অনুদ্বায়ী তৈল)- এটি বায়ুনিঃসারক, জীবানু নাশক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
খুলঞ্জান (রাসায়নিক উপাদান-উদ্বয়ী তৈল, রেজিন, ফ্লাভোনয়েড, ট্যানিন, কেমফেরল)-হজমকারক, বায়ুনিঃ সারক, ছত্রাকনাশক ও জীবানুনাশক। যরনব :- হজমকারক, সংকোচক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
যরম্বাদ (রাসায়নিক উপাদান- উদ্বায়ী তৈল, ট্যানিন, রেজিন, কারকিউমিন ও এ্যারাবিনস)- হজমকারক, বায়ুনিঃসারক, পাকস্থলীর শক্তিবর্ধক।
গুলাব (রাসায়নিক উপাদান-উদ্বয়ী তৈল, কেমফেরল, অনুযায়ী তৈল, ট্যানিন ও অর্গানিক এসিডস)- সংকোচক, মৃদুরেচক ও পাকস্থলীর শক্তিবর্ধক।
Dosage & Administration
প্রাপ্ত বয়স্ক: ২-৪ চা চামচ ঔষধ সমপরিমান পানিসহ দিনে ২-৩ বার খাওয়ার পর।
অপ্রাপ্ত বয়স্ক: ০.৫-২ চা চামচ ঔষধ সমপরিমান পানি অথবা ফলের রসের সঙ্গে দিনে ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
অপ্রাপ্ত বয়স্ক: ০.৫-২ চা চামচ ঔষধ সমপরিমান পানি অথবা ফলের রসের সঙ্গে দিনে ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
Contraindications
এর উল্লেখযোগ্য কোন প্রতিনির্দেশনা নেই।
Side Effects
এখনও পর্যন্ত পরিলক্ষিত হয় নাই।
Precautions & Warnings
আমাশয় ও আলসার রোগীদের ক্ষেত্রে চিকিৎকের পরামর্শ অনুযায়ী সেবন করা বাঞ্ছনীয়।
Therapeutic Class
Herbal and Nutraceuticals
Storage Conditions
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।