Cinchocaine + Hydrocortisone + Framycetin + Esculin

নির্দেশনা

ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • মলদ্বারের ভিতর ও বাহিরের হেমরয়েড চিকিৎসায়।
  • প্রসব পরবর্তী যে সকল হেমরয়েড হতে পারে তার চিকিৎসায়।
  • এনাল প্রুরাইটিস, পেরিএনাল একজিমা, এনাল ফিসার এবং প্রোকটাইটিস চিকিৎসায়।
  • হেমরয়েড অপারেশনের পর ব্যথা ও অস্বস্তি দূর করে।

উপাদান

প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে-
  • সিনকোকেইন ৫ মি.গ্রা.
  • হাইড্রোকর্টিসন ৫ মি.গ্রা.
  • ফ্রেমাইসেটিন ১০.৫ মি.গ্রা.
  • এসকুলিন ১০ মি.গ্রা.
প্রতিটি সাপোজিটরিতে আছে-
  • সিনকোকেইন ৫ মি.গ্রা.
  • হাইড্রোকর্টিসন ৫ মি.গ্রা.
  • ফ্রেমাইসেটিন ১০ মি.গ্রা.
  • এসকুলিন ১০ মি.গ্রা.

মাত্রা ও সেবনবিধি

অয়েন্টমেন্ট: অল্প পরিমাণ অয়েন্টমেন্ট সকালে ও সন্ধ্যায় এবং প্রতিবার মলত্যাগের পর আঙ্গুলের সাহায্যে ব্যথাযুক্ত বা চুলকানির জায়গায় প্রয়োগ করতে হবে। মলদ্বারের গভীরে ওষুধ প্রবেশ করানোর জন্য টিউবের অগ্রভাগে এপ্লিকেটর (সরবরাহকৃত) যুক্ত করে এপ্লিকেটরটি মলদ্বারের গভীরে পুরোটা ঢুকিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে টিউবের পশ্চাৎ ভাগে চাপ প্রয়োগ করে বের করে আনতে হবে।

সাপোজিটরি: প্রতি দিন সকালে ও বিকালে এবং মলত্যাগের পর পায়ুপথে ব্যবহার করতে হবে।

প্রতিনির্দেশনা

এরিয়ানের চারটি উপাদান বা যে কোন একটির প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। হারপিস সিমপ্লেক্স, ভেক্সিনিয়া বা ভেরিসেলা এবং মলদ্বারের টিউবারকিউলাস রোগের ক্ষেত্রে কর্টিকস্টেরয়েড ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

দীর্ঘদিন যাবৎ ওষুধটি ব্যবহার করা উচিত নয়, কারন এর ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে, ত্বকের সম্প্রসারণ ক্ষমতা হ্রাস পেতে পারে, সুপারফিসিয়াল রক্তনালী সমূহ সম্প্রসারিত হতে পারে, টেলানজিয়াকটাসিয়া এবং ইকাইমোসিস হতে পারে। ব্যাপক জায়গা জুড়ে বা প্রচুর পরিমাণে এরিয়ান ওয়েন্টমেন্ট ব্যবহারের ফলে সাধারণত এই সমস্যাগুলি হয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

বাচ্চাদের ক্ষেত্রে ইহার ব্যবহার নির্দেশিত নয়।

থেরাপিউটিক ক্লাস

Compound steroidal preparations, Drugs used in Ano-rectal region

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?