ইপিনাস্টিন হাইড্রোক্লোারাইড

নির্দেশনা

ইপিনাস্টিন জীবাণুমুক্ত অফথালমিক সল্যুশন চোখের এন্টেরিয়র সেগমেন্টের এলার্জিক অবস্থার লক্ষণসমূহের চিকিৎসায় নির্দেশিত।

ফার্মাকোলজি

ইপিনাস্টিন একটি টপিক্যালি সক্রিয় এন্টিহিস্টামিন যা হিস্টামিন এইচ এবং এইচ উভয় রিসেপ্টরেরই এন্টাগােনিস্ট হিসেবে কাজ করে। এটি মাস্ট সেল স্ট্যাবিলাইজার হিসেবেও কাজ করে এবং রক্তনালী থেকে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরসমূহের নিঃসরণে বাধা প্রদান করে। ইপিনাস্টিন ব্লাড-ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে না, ফলে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া ঘটায় না।

মাত্রা ও সেবনবিধি

১ ফোটা করে দিনে ২ বার আক্রান্ত চোখে প্রয়ােগ করতে হবে।

প্রতিনির্দেশনা

ইপিনাস্টিন বা এ ওষুধের যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

মৃদু চোখ জ্বালাপােড়া, ফলিকুলােসিস, হাইপারেমিয়া, প্রুরিটাস, কোল্ড সিম্পটম এবং আপার রেস্পিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ও সুনিয়ন্ত্রিত গবেষণা করা হয়নি। যদি ভ্রণের সমস্যার চেয়ে গর্ভবতী মায়ের উপকার বেশি হয় সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। মাতৃদুগ্ধে ইপিনাস্টিন নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। তবে স্তন্যদানকালে ইপিনাস্টিন ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে।

সতর্কতা

শুধুমাত্র চোখের বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ লাল হলে কন্টাক্ট লেন্স ব্যবহার করা বন্ধ করতে হবে।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ৩ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: এসব রােগীর ক্ষেত্রে অন্যান্য প্রাপ্তবয়স্ক রােগীদের মতই নিরাপত্তা ও কার্যকারিতা পাওয়া যায়।

থেরাপিউটিক ক্লাস

Ophthalmic Non-Steroid drugs

সংরক্ষণ

আলাে থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। ড্রপারের মুখ খােলার এক মাস পর ওষুধটি ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?