ফেরাস অ্যাসকরবেট

নির্দেশনা

ফেরাস অ্যাসকরবেট আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতার চিকিৎসায় নির্দেশিত।

ফার্মাকোলজি

ফেরাস অ্যাসকরবেট একটি সিনথেটিক উপাদান যা আয়রন এবং ভিটামিন সি এর সংমিশ্রণে তৈরী। আয়রন আমাদের দেহে সঞ্চয় হয় এবং আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা দূর করে। দেহে আয়রনের শোষণ বাড়ানোর জন্য ভিটামিন সি (অ্যাসকরবেট) যুক্ত করা হয়।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ও বয়স্ক: দিনে একটি করে ট্যাবলেট খাবারের আগে বা পরে (খাদ্যের কারনে ইহার শোষণে ব্যাঘাত ঘটে না) অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাবহার্য। আরও গুরুতর অবস্থায়, চিকিৎসকের পরামর্শ অনুসারে দিনে দুটি ট্যাবলেট গ্রহণ করা যেতা পারে।

শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে ইহার সুরক্ষা এবং কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।

প্রতিনির্দেশনা

হেমোসিডেরোসিস, হিমোক্রোমাটোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়াতে ইহা প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

বমিভাব এবং রিগারজাইটেশন এর কারণে স্নায়বিক রোগীর চিকিৎসা বাধাগ্রস্ত হয়। গর্ভবতী মহিলাদের মধ্যে পাইরোসিস এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের প্রকোপ কিছুটা বেড়ে যায়।

সতর্কতা

মুখে সেব্য আয়রন প্রিপারেশন বিদ্যমান পেপটিক আলসার, রিজিওনাল এন্টেরাইটিস এবং আলসারেটিভ কোলাইটিস কে বাড়িয়ে তুলতে পারে। মুখে সেব্য আয়রন যৌগগুলি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক এর শোষণে বাঁধা প্রদান করতে পারে। অ্যান্টাসিড এবং আয়রন একসাথে গ্রহণ করলে আয়রনের শোষণ হ্রাস পায়।

মাত্রাধিক্যতা

প্রাপ্তবয়স্কদের মধ্যে আয়রন অভারডোজ এর কারনে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম।

থেরাপিউটিক ক্লাস

Oral Iron preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?