ফ্ল্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড

নির্দেশনা

ফ্ল্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড সিস্টাইটিস, প্রোস্টাটাইটিস, মূত্রনালীর প্রদাহ এবং ইউরেথ্রোসিস্টাইটিসজনিত ডাইসুরিয়া, মূত্রত্যাগের জরুরীভাব, রাত জাগ্রত হওয়া, সুপ্রাপিউবিক ব্যথা, ঘনঘন মূত্রত্যাগ এবং মূত্র বেগধারণের অক্ষমতার চিকিৎসায় নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

১২ বছরের বেশি বয়সী রোগীদের জন্য ফ্ল্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড এর নির্দেশিত মাত্রা হচ্ছে প্রতিদিন ১০০-২০০ মি.গ্রা. ৩-৪ বার। লক্ষণ উন্নতির সাথে সাথে মাত্রা কমানো যেতে পারে। প্রদাহজনিত রোগীদের ক্ষেত্রে, অ্যান্টিব্যাকটিরিয়াল বা অ্যান্টি-ইনফেকটিভ ঔষধ যতদিন দেওয়া হয় ততদিন ফ্ল্যাভোক্সেট এর চিকিৎসা সাধারণত অব্যাহত থাকে। দীর্ঘস্থায়ী মূত্রাশয়ের লক্ষণযুক্ত রোগীদের ক্ষেত্রে, ভালো ফলাফলের জন্য দীর্ঘ সময়ের জন্য মেইন্টেইনেন্স থেরাপির প্রয়োজন হতে পারে।

প্রতিনির্দেশনা

পাইলোরিক বা ডিওডোনাল প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতাজনিত অন্ত্রের ক্ষত বা আইলিয়াস, অ্যাকালাসিয়া, অস্ত্রের রক্তক্ষরণ বা নিম্নমূত্রনালীর প্রতিবন্ধকতাজনিত ইউরোপ্যাথি রোগীদের ক্ষেত্রে এই ঔষধটি প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

ফ্ল্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, শুষ্ক মুখগহ্বর এবং গলা, ঘাবড়ে যাওয়া, মাথা ঘোরানো, মাথাব্যথা, তন্দ্রা, ঝাপসা দৃষ্টি, চোখের চাপ বৃদ্ধি, চোখের একোমোডেশনে ব্যাঘাত, ছুলি এবং অন্যান্য চর্মরোগ, মানসিক বিভ্রান্তি, ডাইসুরিয়া, টাকিকার্ডিয়া এবং বুক ধড়ফড়, হাইপারপাইরেক্সিয়া এবং ইসিনোফিলিয়া। কদাচিৎ, পের্টে ব্যথা এবং মনযোগের অসুবিধা হতে পারে। প্রতিদিন ৮০০ মি.গ্রা. থেকে ১.২ গ্রাম ফ্ল‍্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড সেবনের ফলে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কথা বলা হয়েছে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের মধ্যে ফ্ল্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড ব্যবহারের কোনও সুনিয়ন্ত্রিত স্টাডি নেই, তাই গর্ভাবস্থায় ঔষধটি কেবলমাত্র খুব বেশী প্রয়োজন হলে ব্যবহার করা উচিত। যেহেতু এটি জানা যায়নি যে ফ্ল্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড মাতৃদুগ্ধে পাওয়া যায় কিনা, তাই নার্সিং মহিলাদের ক্ষেত্রে ঔষধটি সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।

সতর্কতা

সম্ভাব্য তন্দ্রা, মাথা ঘোরানো এবং দৃষ্টিজনিত ত্রুটির কারণে ফ্ল্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড মানসিক সতর্কতা বা শারীরিক সমন্বয় প্রয়োজন এমন বিপজ্জনক কাজ সম্পাদনকারী রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত। ফ্ল্যাভোক্সেট হাইড্রোক্লোরাইড গ্লুকোমা সম্ভাব্য রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত।

মাত্রাধিক্যতা

অতিমাত্রার ফলে যেসকল উপসর্গ সমূহ দেখা দিতে পারে তা হল অস্বাভাবিক শুষ্ক মুখগহ্বর, অতিরিক্ত তেষ্টা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, ঝাপসা দৃষ্টি, লালচে ও শুষ্ক ত্বক, পেশী দুর্বলতা, অস্বাভাবিক মাথা ঘোরা বা তন্দ্রা, অস্থিরতা, এলোমেলোভাব এবং খিঁচুনি।

থেরাপিউটিক ক্লাস

BPH/ Urinary retention/ Urinary incontinence

সংরক্ষণ

ঔষধ বিষয়ক সতর্কতা ৩০° সে. এর নিচে, আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?