আইবুপ্রােফেন

নির্দেশনা

আইবুপ্রােফেন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • রিউমাটয়েড আর্থাইটিস
  • অস্টিওআথ্রাইটিস
  • গাউটি আর্থ্রাইটিস
  • জুভেনাইল পলিআর্গ্রাইটিস
  • এনকাইলজিং স্পন্ডিলাইটিস
  • সাইনােভাইটিস
  • কোমর ব্যথা
  • ডিসমেনােরিয়া
  • জ্বর
  • মাইগ্রেন
  • নরম কোষ কলার আঘাত এবং
  • দাঁত ও পেশীর প্রদাহ ও ব্যথা ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত।

ফার্মাকোলজি

আইবুপ্রােফেন এর উচ্চ মাত্রার প্রদাহরােধী, জ্বর নিবারক ও বেদনানাশক কার্যকারিতা রয়েছে। বেদনানাশক কার্যাবলী প্রান্তীয় ও কেন্দ্রীয় দুই ভাবেই হয়ে থাকে। আইবুপ্রােফেন সাইক্লোঅক্সিজিনেজ এনজাইমের একটি শক্তিশালী প্রতিবন্ধক। তাই ইহা প্রােস্টাগ্ল্যান্ডিন এর সংশ্লেষণ উল্লেখযােগ্য পরিমাণে কমিয়ে দেয়। আইবুপ্রােফেন লাইপােঅক্সিজিনেজ দ্বারা উৎপন্ন যৌগ সংশ্লেষণে বাঁধা প্রদান করে। সুতরাং আইবুপ্রােফেন ব্যথা এবং অসাড়তা দ্রুত উপশম করে, ফোলা কমায় এবং আথ্রাইটিস রােগীদের বিভিন্ন অস্থিসন্ধির সচলতার উন্নতি ঘটায়।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক: ৪০০ মি.গ্রা. দৈনিক ৩ বার। দৈনিক মাত্রা সর্বোচ্চ ২৪০০ মি.গ্রা. এর বেশি দেওয়া উচিত নয়।

শিশু:
  • ৩-৬ মাস (ওজন ৫ কেজি বা তার বেশী): ১/২ চামচ (২.৫ মি.লি.) দৈনিক ৩ বার দৈনিক সর্বোচ্চ ৩০ মি.গ্রা./কেজি ৩-৪ মাত্রায়।
  • ৬ মাস-১বছর: ১/২ চামচ (২.৫ মি.লি.) দৈনিক ৩-৪ বার; দৈনিক সর্বোচ্চ ৩০ মি.গ্রা./কেজি ৩-৪ বিভক্ত মাত্রায়।
  • ১-৪ বছর: ১ চামচ (৫ মি.লি.) দৈনিক ৩ বার; দৈনিক সর্বোচ্চ ৩০ মি.গ্রা./কেজি ৩-৪ বিভক্ত মাত্রায়।
  • ৪-৭ বছর: ১.৫ চামচ (৭.৫ মি.লি.) দৈনিক ৩ বার; দৈনিক সর্বোচ্চ ৩০ মি.গ্রা./কেজি ৩-৪ বিভক্ত মাত্রায়।
  • ৭-১০ বছর: ২ চামচ (১০ মি.লি.) দৈনিক ৩ বার: দৈনিক ৩০ মি.গ্রা./কেজি পর্যন্ত (সর্বোচ্চ ২.৪ গ্রাম) ৩-৪ বিভক্ত মাত্রায়। শারীরিক ওজন হিসাবে দৈনিক ৩-৪ বিভক্ত মাত্রায় দেয়া যেতে পারে।
  • ১০-১২ বছর: ৩ চামচ (১৫ মি.লি.) দৈনিক ৩ বার; দৈনিক ৩০ মি.গ্রা./কেজি পর্যন্ত (সর্বোচ্চ ২.৪ গ্রাম) ৩-৪ বিভক্ত মাত্রায়।
৫ কেজির কম ওজনের শিশুদের জন্য: নির্দেশিত নয়।

জুভেনাইল রিউমাটয়েড আর্ত্রাইটিসের ক্ষেত্রে: সর্বোচ্চ ৩০-৪০ মি.গ্রা./কেজি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশনা

আইবুপ্রােফেন এর প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে আইবুপ্রােফেন প্রতিনির্দেশিত। এছাড়া যাদের সক্রিয় বা মারাত্মক পেপটিক আলসার রয়েছে, তাদের ক্ষেত্রে আইবুপ্রােফেন প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

পাকস্থলীর গােলযােগ, বমি, বুক জ্বালা, বমি বমি ভাব দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

বর্ধিষ্ণু গর্ভজাত সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা সর্বোতভাবে বাতিল করা যায় না। আইবুপ্রােফেন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মহিলাদের দেওয়া উচিত নয়, যদি না ঝুঁকি অপেক্ষা মায়েদের সুবিধাসমূহ অধিক হয়।

সতর্কতা

আইবুপ্রোফেন পরিপাকান্ত্রের রক্তক্ষরণ অথবা আলসার এর পূর্ব-ইতিহাস আছে এমন রােগীদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে এবং কার্যকর সর্বনিম্ন মাত্রায় প্রয়োগ করতে হবে। আইবুপ্রােফেন দ্বারা দীর্ঘকালীন চিকিৎসার সময় চোখের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, কারণ এক্ষেত্রে চোখের কার্যাবলীতে পরিবর্তন দেখা যায়। সিস্টেমিক লুপাস ইরাইথেমাটোসাস রোগীদের আইবুপ্রােফেন এর প্রতি অতিসংবেদনশীলতা তৈরীর সম্ভাবনা বেশী। এ্যাজমা ও অন্যান্য ননস্টেরয়ডাল এন্টিইনফ্লামেটরী ঔষধের প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে ইহা সতর্কতার সাথে প্রয়ােগ করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Drugs for Osteoarthritis, Drugs used for Rheumatoid Arthritis, Non-steroidal Anti-inflammatory Drugs (NSAIDs)

সংরক্ষণ

সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আলাে হতে দূরে, ঠান্ডা ও শুদ্ধ স্থানে রাখুন।

Available Brand Names