Meloxicam

নির্দেশনা

মেলোক্সিকাম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • অষ্টিওআরথ্রাইটিস
  • রিউমাটয়েড আরথ্রাইটিস
  • এনকাইলোজিং স্পন্ডিলাইটিস।

মাত্রা ও সেবনবিধি

৭.৫-১৫ মি.গ্রা. প্রতিদিন একবার।

ঔষধের মিথষ্ক্রিয়া

ননস্টেরয়ডাল প্রদাহনাশক ওষুধ, এ্যান্টি-কোয়াগুল্যান্ট, হেপারিন, টিকোপিডিন, লিথিয়াম, মিথোট্রেক্সেট এবং ইনট্রাইউটেরাইন জন্মনিরোধক ডিভাইস।

প্রতিনির্দেশনা

মেলোক্সিকামের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এসপিরিন কিংবা অন্য কোন ননস্টেরয়ডাল প্রদাহনাশক ওষুধ ব্যবহার করার ফলে যে সব রোগীর অ্যাজমা, নাকের পলিপ, এনজিও- নিউরোটিক ইডিমা কিংবা আটির্কারিয়া দেখা গেছে সে সব রোগীর মেলোক্সিকাম না খাওয়াই উত্তম। পেপটিক আলসার, যকৃতের তীব্র অকাযর্কারিতা, কিডনীর তীব্র অকাযর্কারিতা, পরিপাকতনের্ত্র রক্তরণ কিংবা মস্তিষ্কের রক্তরণ বিদ্যমান থাকলে মেলোক্সিকাম ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

বমি, বমি বমি ভাব, পেটের ব্যথা, বদহজম, কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া দেখা দিতে পারে। আলসার কিংবা পরিপাকতন্ত্রে কদাচিৎ রক্তরণ দেখা দিতে পারে। কিছু রোগী যারা এসপিরিন ও অন্যান্য ননস্টেরয়েডাল প্রদাহনাশক ওষুধের প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে অ্যাজমা দেখা দিতে পারে। চিকিৎসার সময় হাতে কিংবা পায়ে পানি জমে যেতে পারে। মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ব্যবহার না করার জন্য উপদেশ দেওয়া হয়। স্তন্যদানরত মায়েদের না দেওয়াই উত্তম।

থেরাপিউটিক ক্লাস

Drugs for Osteoarthritis, Drugs used for Rheumatoid Arthritis, Non-steroidal Anti-inflammatory Drugs (NSAIDs)

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫° ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names