‘লাইসেন্স ছাড়া ফার্মেসি ব্যবসা পরিচালনা করা যাবে না’

23 Jun, 2023
লাইসেন্স ছাড়া ফার্মেসি ব্যবসা পরিচালনা করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই লাইসেন্সবিহীন ফার্মেসিগুলো বন্ধ করে দেয়া হবে। লাইসেন্স নবায়ন অনলাইনে করার প্রক্রিয়া করা হচ্ছে বলে জানান তিনি। 

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ জানান, বর্তমানে পৃথিবীর ১৪৮ দেশে ঔষধ রপ্তানি করছে বাংলাদেশ। দেশের মোট চাহিদার মাত্র ২ শতাংশ ঔষধ আমদানি করা হয়। সারা বিশ্বে বাংলাদেশের ঔষধের সুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

তিনি আরও বলেন, ফার্মেসি পরিচালনায় অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী রাখতে হবে। ইনভয়েস ছাড়া এবং আন-রেজিস্টার্ড কোম্পানি থেকে ঔষধ কেনাকাটা না করার পরামর্শ দেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিএস সিলেট জেলা শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এমএসএইচর বিএইচবি প্রকল্পের প্রিন্সিপাল টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. মো. ইফতেখার হাসান খান।

এছাড়াও ওয়েস্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল হাসান লোদি কায়েস, বিসিডিএস সিলেট শাখার সিনিয়র সহ-সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। 


Source: doctortv.net