ফার্মেসি শিক্ষায় করুণ দশা, নেই পর্যাপ্ত সুবিধা

28 Aug, 2023
ন্যূনতম মানদণ্ড নেই ১২টি বিশ্ববিদ্যালয়ের। শর্ত পূরণ না করলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হতে পারে শিক্ষার্থী ভর্তি।
 
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল ২০১৭ সালে। এখন চার ব্যাচে প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু বিভাগটিতে চারজন শিক্ষক থাকলেও দুজনই শিক্ষাছুটিতে। ফলে টেনেটুনে চলছে বিশেষায়িত এ শিক্ষার কার্যক্রম। অথচ এ বিভাগে দরকার কমপক্ষে ১০ জন শিক্ষক। আবার ল্যাবরেটরি সুবিধাও অপর্যাপ্ত। আটটি ল্যাব থাকা দরকার হলেও আছে তিনটি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অর্ঘ্য প্রসূন সরকার প্রথম আলোকে বলেন, এখন তিনজন অতিথি শিক্ষক রাখা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য বিষয়ের শিক্ষক দিয়েও কিছু বিষয় পড়ানো হয়। এটি অস্থায়ী ব্যবস্থা। ল্যাবরেটরির জন্য ইনস্ট্রাকটর ও টেকনিশিয়ানও নেই। তবে এসব সমস্যা সমাধানের জন্য উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছেন। ইতিমধ্যে সেই কমিটি একটি সভাও করেছে।

শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ই নয়, এ রকম করুণ দশা নিয়ে দেশের চারটি সরকারি ও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে ফার্মেসি শিক্ষা। যেগুলোতে নেই এই বিশেষায়িত শিক্ষা কার্যক্রম পরিচালনার ন্যূনতম মানদণ্ড। ফলে গুণগত মানের শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয়গুলোকে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অ্যাক্রেডিটেশন অ্যান্ড এডুকেশন কমিটি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে শর্ত পূরণ না করলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সরকারি চারটি বিশ্ববিদ্যালয় হলো, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ই নয়, এ রকম করুণ দশা নিয়ে দেশের চারটি সরকারি ও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে ফার্মেসি শিক্ষা। যেগুলোতে নেই এই বিশেষায়িত শিক্ষা কার্যক্রম পরিচালনার ন্যূনতম মানদণ্ড। ফলে গুণগত মানের শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয়গুলোকে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অ্যাক্রেডিটেশন অ্যান্ড এডুকেশন কমিটি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে শর্ত পূরণ না করলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
 
ফার্মেসি কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শনের ভিত্তিতে শর্ত পূরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে শর্তগুলো পূরণ করে কাউন্সিলকে জানাতে হবে তাদের। তখন কাউন্সিল আবার পরিদর্শন করে শর্তগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, দেখে ব্যবস্থা নেবে। যদি দেখা যায় কোনো বিশ্ববিদ্যালয় শর্তগুলো পূরণ করতে পারেনি, তাহলে শিক্ষার্থী ভর্তি বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ফার্মেসি শিক্ষা ও ফার্মেসি পেশা নিয়ন্ত্রণকারী সংস্থা। ফার্মাসিস্টদের এই কাউন্সিলে রেজিস্ট্রেশন করতে হয়। বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি শিক্ষা চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ফার্মেসি কাউন্সিলের অনুমোদন লাগে।

ফার্মেসি কাউন্সিলের সূত্রমতে, বর্তমানে ১৩টি সরকারি ও ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ চালু আছে। সব বিশ্ববিদ্যালয়ই তারা পরিদর্শন করেছে। এর মধ্যে এ পর্যন্ত ৩৫টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ১২টির ন্যূনতম সুযোগ-সুবিধা নেই। এজন্য এগুলোকে সময় বেধে দেওয়া হয়েছে। বাকি আটটির বিষয়েও শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

ওই ১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকারি চারটি। এগুলো হলো কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জানতে চাইলে নোটিশ পাওয়ার কথা জানিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি শরিফুল হক প্রথম আলোকে বলেন, তাঁদের বিভাগে প্রায় ৩০০ শিক্ষার্থী আছেন। শিক্ষক সাতজন থাকলেও চারজন শিক্ষাছুটিতে। তিনজন পাঠদান করান। কিন্তু বিশেষায়িত শিক্ষা তিনজন শিক্ষক দিয়ে সম্ভব হয় না। তিনি বলেন, ল্যাবরেটরির অবস্থাও পূর্ণাঙ্গ নয়। এখন তিনটি ল্যাবরেটরি আছে। কিন্তু প্রয়োজন আরও বেশি। তবে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

অন্যদিকে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বেসরকারি এসব বিশ্ববিদ্যালয়কে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ফার্মেসি কাউন্সিলের অ্যাক্রেডিটেশন ও এডুকেশন কমিটির সভায় এসব সিদ্ধান্ত (শর্ত পূরণে সময় বেঁধে দেওয়া) হয়েছে। এখন এই নির্ধারিত সময়ের পর আবার পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


Source: prothomalo.com
Thanks for using MedEx!
How would you rate your experience so far?