Pediatric Drops

ডেসলর কিডস্‌ পেডিয়েট্রিক ড্রপ

Pack Image
০.৫ মি.গ্রা./মি.লি.
15 ml bottle: ৳ 25.08

নির্দেশনা

ডেসলর কিডস্‌ সিজোনাল এবং পেরিনিয়াল এলার্জি জনিত রাইনাইটিস (হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া) উপশম করে। ডেসলর কিডস্‌ চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তালুর চুলকানি এবং কাশি নিরাময় করে। ডেসলর কিডস্‌ ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া (চর্মের চুলকানি ও লাল লাল দাগ) উপশম করে।

ফার্মাকোলজি

ডেসলােরাটাডিন হচ্ছে লােরাটাডিন-এর একটি প্রধান কার্যকরী উপজাত, নন-সিডেটিং এন্টিহিস্টামিন, দীর্ঘস্থায়ী ট্রাইসাইক্লিক হিস্টামিনরােধী, যা সুনির্দিষ্টভাবে এইচ- রিসেপ্টরে এন্টাগােনিস্ট হিসেবে কাজ করে ডেসলােরাটাডিন মানুষের শরীরের মাস্ট সেল থেকে হিস্টামিন নিঃসরনকে বাধা দেয়

মাত্রা ও সেবনবিধি

পেডিয়াট্রিক ড্রপস:
  • ৬-১১ মাস বয়সের শিশুদের জন্য: ২ মি.লি. ড্রপস দিনে একবার।
  • ১-২ বছর বয়সের শিশুদের জন্য: ২.৫ মি.লি. ড্রপস দিনে একবার।
সিরাপ:
  • ৬-১১ মাস বয়সের শিশুদের জন্য: ২ মি.লি. দিনে একবার।
  • ১-৫ বছর বয়সের শিশুদের জন্য: ২.৫ মি.লি. দিনে একবার।
  • ৬-১১ বছর বয়সের শিশুদের জন্য: ৫ মি.লি. দিনে একবার।
  • প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উর্ধ্বে: ১০ মি.লি. দিনে একবার।
ডেসলােরাটাডিন ট্যাবলেট :
  • প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উর্ধ্বে: ১টি ট্যাবলেট দিনে একবার।

ঔষধের মিথষ্ক্রিয়া

ক্লিনিক্যালি অন্য কোন ঔষধের সাথে গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়া পরিলক্ষিত হয়নি।

প্রতিনির্দেশনা

ডেসলােরাটাডিন তাদের জন্য প্রতিনির্দেশিত, যারা ডেসলােরাটাডিন বা এর যেকোন উপাদান অথবা লােরাটাডিন-এর প্রতি অতিসংবেদী।

পার্শ্ব প্রতিক্রিয়া

মাথা ব্যথা, বমি বমি ভাব, অবসন্নতা, ঝিমুনি, গলবিলের প্রদাহ, বদহজম এবং মাংসপেশীর ব্যথা খুবই সামান্য পরিমাণ দেখা যেতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সি ক্যাটাগরি-সি। গর্ভাবস্থায় ডেসলােরাটাডিন-এর নিরাপদ ব্যবহার এখনাে প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং গর্ভকালীন সময় কেবলমাত্র সুনিষ্টিভাবে প্রয়ােজন হলে ডেসলােরাটাডিন ব্যবহার করা উচিত। ডেসলােরাটাডিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। তাই স্তন্যদায়ী মা দুগ্ধদান থেকে বিরত থাকবেন নাকি ডেসলােরাটাডিন সেবন থেকে বিরত থাকবেন তা নির্ভর করবে মায়ের জন্য ঔষধটি কতটা প্রয়ােজনীয় তার উপর।

সতর্কতা

যে সকল রােগীর যকৃত ও বৃক্কের অসমকার্যকারিতা রয়েছে: প্রারম্ভিক মাত্রা হিসেবে ডেসলর কিডস্‌ ট্যাবলেট একদিন পর পর ফার্মাকোকাইনেটিক তথ্যের উপর ভিত্তি করে সেব্য। রােগীর যদি পূর্ববর্তী বা পারিবারিক খিচুনীর প্রভাব থেকে থাকে।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

শিশু ও বয়ঃসন্ধিকালে ব্যবহার: নির্দেশিত।

মাত্রাধিক্যতা

অতিমাত্রাজনিত কারণে ক্লিনিক্যালি সম্পর্কযুক্ত কোন বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

থেরাপিউটিক ক্লাস

Non-sedating antihistamines

সংরক্ষণ

সরাসরি আলাে থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। ৩০°সে. তাপমাত্রার নীচে সংরক্ষন করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Deslor Kids 0.5 mg Pediatric Drop Pack Image: Deslor Kids 0.5 mg Pediatric Drop
Thanks for using MedEx!
How would you rate your experience so far?