নির্দেশনা

এই প্রিপারেশনটি নির্দেশিত -
  • গর্ভাবস্থায় প্রফাইল্যাক্সিস এবং আয়রনের অভাবজনিত রক্তাল্পতার চিকিত্সায়।
  • গর্ভাবস্থার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক: প্রতিদিন একটি ট্যাবলেট। প্রয়োজনে একটি করে ট্যাবলেট দিনে দুবার দেওয়া যেতে পারে। গর্ভাবস্থায় এই ট্যাবলেট প্রথম প্রসব পূর্বে শুরু করা উচিত এবং প্রসবের পরে ৩ মাস পর্যন্ত সেবন করা উচিৎ। ট্যাবলেটটি খাবারের আগে গ্রহণ করা উচিত; যদি গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল ব্যাঘাত থাকে তাহলে খাবারের পরে ডোজ নেওয়া যেতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

আয়রন এবং ফলিক অ্যাসিড প্রস্তুতির পার্শ্বপ্রতিক্রিয়ায় বমিবমি ভাব, বমি, গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল লক্ষণ, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত।

থেরাপিউটিক ক্লাস

Iron & Vitamin Combined preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?