Unit Price: ৳ 3.70 (3 x 10: ৳ 111.00)
Strip Price: ৳ 37.00

নির্দেশনা

টাইপ ২ ডায়াবেটিস রোগীদের গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করতে যাদের হাইপারগ্লাইসেমিয়া শুধু ডায়েট এবং ব্যায়াম দিয়ে সন্তোষজনকভাবে ম্যানেজ করা যায় না এবং দ্বিতীয় সারির থেরাপি হিসাবে যখন খাদ্য, ব্যায়াম, এবং সালফোনাইলইউরিয়া বা মেটফরমিন দিয়ে প্রাথমিক চিকিত্সার ফলে টাইপ ২ ডায়াবেটিস রোগীদের পর্যাপ্ত গ্লাইসেমিক নিয়ন্ত্রণ হয় না তাদের ক্ষেত্রে গ্লিপিজাইড এবং মেটফরমিন প্রাথমিক থেরাপি হিসাবে ডায়েট এবং ব্যায়ামের সাথে একত্রে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

গ্লিপিজাইড এবং মেটফরমিন প্রতিদিন একবার বা দুবার খাবারের সাথে দেওয়া উচিত এবং কম ডোজ দিয়ে শুরু করে ধীরে ধীরে ডোজ বৃদ্ধির করা উচিৎ।

গ্লিপিজাইড এবং মেটফরমিন প্রাথমিক থেরাপি হিসেবে: প্রস্তাবিত প্রাথমিক ডোজ হল প্রতিদিন একবার খাবারের সাথে ২৫০ মিগ্রা/ ২.৫ মিগ্রা।

গ্লিপিজাইড এবং মেটফরমিন দ্বিতীয় সারির থেরাপি হিসেবে: প্রস্তাবিত প্রাথমিক ডোজ হল ৫০০ মিগ্রা/২.৫ মিগ্রা বা ৫০০ মিগ্রা/৫ মিগ্রা দিনে দুই বার সকাল এবং বিকেলের খাবারের সাথে। প্রস্তাবিত সর্বচ্চ দৈনিক ডোজ হল ২০০০ মিগ্রা মেটফরমিন/২০ মিগ্রা গ্লিপিজাইড।

পার্শ্ব প্রতিক্রিয়া

গ্লিপিজাইড এবং মেটফরমিনের সাধারন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিয়া, ডাইরিয়া, বমিবমি ভাব/বমি, তলপেটে ব্যথা, মাথাব্যথা, পেশীর ব্যথা ইত্যাদি।

থেরাপিউটিক ক্লাস

Combination Oral hypoglycemic preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Mefoglip DS 5 mg Tablet Pack Image: Mefoglip DS 5 mg Tablet