ডুয়ো-৫ ট্যাবলেট
Pack Image
২০০ মি.গ্রা.+১২৫ মি.গ্রা.
Unit Price:
৳ 50.00
(3 x 4: ৳ 600.00)
Strip Price:
৳ 200.00
Also available as:
নির্দেশনা
এটি নিম্নলিখিত সংক্রমণে নির্দেশিত-
- ক্রণিক ব্রংকাইটিসের একিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন
- একিউট কমিউনিটি একিউয়ার্ড নিউমোনিয়া
- ফ্যারিংজাইটিস এবং টনসিলাইটিস
- ত্বক এবং কোমল কলার সংক্রমণ
- মূত্রনালীর সংক্রমণ
- অজটিল গনোরিয়া
- একিউট ম্যাক্সিলারী সাইনুসাইটিস
ফার্মাকোলজি
সেফপোডক্সিম একটি তৃতীয় প্রজন্মের সেমি-সিনথেটিক সেফালোস্পোরিন যা অনেক ধরনের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অনুজীবের বিরুদ্ধে কার্যকারিতা দেখায়। এই উপাদানটি বিটা ল্যাকটামেজ পরিবেশেও স্থায়ী। মেথিসিলিন-এর প্রতি সংবেদনশীল স্টেফাইলোকক্কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসেরিয়া প্রজাতি এবং মোরাক্সেলা ক্যাটারালিস-এর বিরুদ্ধে সেফপোডক্সিম ব্যতিক্রমধর্মী কার্যকারিতা দেখায়।
ক্লাভুলানিক এসিড স্ট্রেপটোমাইসিস ক্লাভুলিজেরাস-এর দ্বারা তৈরী একটি বিটা ল্যাকটামেজ-এর একটি প্রাকৃতিক প্রতিরোধক। এটি বিটা ল্যাকটামেজ ময়টির সাথে যুক্ত হয় এবং তাদেরকে অকার্যকর করে দেয়, যার ফলে সেফপোডক্সিম-এর নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ হয়।
ক্লাভুলানিক এসিড স্ট্রেপটোমাইসিস ক্লাভুলিজেরাস-এর দ্বারা তৈরী একটি বিটা ল্যাকটামেজ-এর একটি প্রাকৃতিক প্রতিরোধক। এটি বিটা ল্যাকটামেজ ময়টির সাথে যুক্ত হয় এবং তাদেরকে অকার্যকর করে দেয়, যার ফলে সেফপোডক্সিম-এর নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ হয়।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে (১২ বছর এবং তার ঊর্ধ্বে)-
- ক্রণিক ব্রংকাইটিসের একিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন: ১টি করে ট্যাবলেট ১২ ঘন্টা পরপর, ১০ দিন পর্যন্ত।
- একিউট কমিউনিটি একিউয়ার্ড নিউমোনিয়া: ১টি করে ট্যাবলেট ১২ ঘন্টা পরপর, ১৪ দিন পর্যন্ত।
- ফ্যারিংজাইটিস এবং টনসিলাইটিস: ½ ট্যাবলেট ১২ ঘন্টা পরপর, ৫ থেকে ১০ দিন পর্যন্ত।
- ত্বক এবং কোমল কলার সংক্রমণ: ২ টি করে ট্যাবলেট ১২ ঘন্টা পরপর, ৭ থেকে ১৪ দিন পর্যন্ত।
- অজটিল মূত্রনালীর সংক্রমণ: ½ ট্যাবলেট ১২ ঘন্টা পরপর, ৭ দিন পর্যন্ত।
- অজটিল গনোরিয়া: একক মাত্রা।
- একিউট ম্যাক্সিলারী সাইনুসাইটিস: ১টি করে ট্যাবলেট ১২ ঘন্টা পরপর, ১০ দিন পর্যন্ত।
ঔষধের মিথষ্ক্রিয়া
সেফপোডক্সিম উচ্চ মাত্রায় এন্টাসিড এবং H2 ব্লকার-এর সাথে একত্রে সেবন করলে সেফপোডক্সিমের প্লাজমার সর্বোচ্চ মাত্রা কমে যায়।
প্রতিনির্দেশনা
সেফালোস্পোরিন Group এর এন্টিবায়োটিক-এর প্রতি জ্ঞাত অতিসংবেদনশীল রোগীদের সেফপোডক্সিম দেয়া উচিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
সেফপোডক্সিম সাধারণত সুসহনীয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে- ডায়রিয়া, বমি এবং পেট ব্যথা।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
US FDA প্রেগন্যান্সি ক্যাটাগরী অনুযায়ী সেফপোডক্সিম এবং ক্লাভুলানিক এসিড 'B' শ্রেণীভুক্ত ঔষধ। অর্থাৎ, গর্ভাবস্থায় ব্যবহারের পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত তথ্য নেই। যেহেতু প্রাণিজ প্রজনন গবেষণা সর্বদা মানবদেহের জন্য কার্যকর নয়, সেহেতু, এই ঔষধটি গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। সেফপোডক্সিম স্তন্যদুগ্ধে নিঃসৃত হয়। সুতরাং, স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে সেফপোডক্সিম ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
সতর্কতা
ডাইউরেটিক সেবনকারী রোগীদের ক্ষেত্রে সেফপোডক্সিম সতর্কতার সাথে গ্রহণ করা উচিত।
থেরাপিউটিক ক্লাস
Third generation Cephalosporins
সংরক্ষণ
আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।