সাইক্লোসোন নাকের স্প্রে
Pack Image
৫০ মাইক্রো গ্রাম/স্প্রে
120 metered sprays:
৳ 350.00
নির্দেশনা
৬ বছর বা তার বেশি বয়সী রোগীদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এবং ১২ বছর বা তার বেশি বয়সী রোগীদের পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গের চিকিৎসার জন্য সাইক্লোসোন ন্যাসাল স্প্রে নির্দেশিত।
ঔষধের মাত্রা
১ স্প্রে (৫০ মাইক্রোগ্রাম/স্প্রে) প্রতিটি নাসারন্ধ্রে দিনে একবার। সর্বাধিক মোট দৈনিক ডোজ প্রতিটি নাসারন্ধ্রে ২ স্প্রে (২০০ মাইক্রোগ্রাম/দিন) এর বেশি হওয়া উচিত নয়।
মৌলিক তথ্য: প্রথমবার ব্যবহার করার আগে বা টানা ৪ দিন ব্যবহার না করা হলে সাইক্লেসোনাইড ন্যাসাল স্প্রে বোতলটি আটবার আলতোভাবে ঝাঁকান।
মৌলিক তথ্য: প্রথমবার ব্যবহার করার আগে বা টানা ৪ দিন ব্যবহার না করা হলে সাইক্লেসোনাইড ন্যাসাল স্প্রে বোতলটি আটবার আলতোভাবে ঝাঁকান।
সেবনবিধি
ন্যাজাল স্প্রে ব্যবহারবিধি-
- বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন এবং ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
- বোতলটি বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড় করিয়ে তর্জনী ও মধ্যমা নজলের দুই পাশে স্থাপন করে স্প্রেটি ধরুন। একটি ভাল স্প্রে বের না হওয়া পর্যন্ত চাপ প্রয়োগ করুন। প্রথমবার ব্যবহার করলে কিংবা এক সপ্তাহ অথবা তার অধিক সময় ব্যবহার বন্ধ রাখলে স্প্রেটি কয়েকবার চাপ প্রয়োগ করুন যতক্ষন পর্যন্ত না কুয়াশার মত নিখুঁত স্প্রে বেরিয়ে আসছে।
- সাবধানে নাক ঝেড়ে নাসারন্ধ্র পরিস্কার করুন।
- একটি নাসারন্ধ্র বন্ধ করে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি অন্য নাসারন্ধ্রে সাবধানে প্রবেশ করান। মাথা সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে ন্যাজাল স্প্রেটি সোজাভাবে রাখুন। নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেয়ার সময় ন্যাজাল অ্যাপ্লিকেটরটির সাদা কলারের উপর নিচের দিকে সমানভাবে জোরে চাপ দিয়ে স্প্রে করুন।
- মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন।
- পরবর্তী ডোজের জন্য একই / অন্য নাসারন্ধ্রে একই পদ্ধতিতে স্প্রে করুন।
- ডাস্ট কাভারটি খুলে ফেলুন।
- সাবধানে ন্যাজাল অ্যাপ্লিকেটরটি টেনে খুলে ফেলুন।
- উষ্ণ পানিতে অ্যাপ্লিকেটর এবং ডাস্ট কাভারটি ধুয়ে ফেলুন।
- অতিরিক্ত পানি ঝেড়ে ফেলুন এবং স্বাভাবিক তাপমাত্রায় শুকিয়ে নিন। অতিরিক্ত ভাপ প্রয়োগ পরিহার করুন।
- সাবধানতার সঙ্গে অ্যাপ্লিকেটরটি বোতলটির উপরিভাগে পুনঃস্থাপন করুন এবং ডাস্ট কাভারটি পনুরায় সংযুক্ত করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাইক্লোসোন ন্যাসাল স্প্রে শরীরে কম শোষিত হয়; তাই কম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন মাথাব্যথা, মাথা ঘোরা, নাক দিয়ে রক্ত পড়া, নাক বন্ধ হওয়া, কানে ব্যথা হতে পারে।
থেরাপিউটিক ক্লাস
Respiratory corticosteroids
সংরক্ষণ
৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হওয়া তাপমাত্রায় সংরক্ষণ করুন। ফ্রিজে রাখবেন না। আলো ও আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন। চোখ থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। বোতলটি ১২০ অ্যাকচুয়েশন বা বোতলটি খোলার ৪ মাস পরে ফেলে দিতে হবে।