Unit Price: ৳ 0.18 (10 x 10: ৳ 18.00)
Strip Price: ৳ 1.80

নির্দেশনা

ক্লোরফেনিরামিন মেলিয়েট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • ছুলি
  • সংবেদনশীল প্রতিক্রিয়া
  • অ্যানজিওনিউরােটিক ইডেমা
  • রাইনাইটিস
  • কাশি
  • সাধারণ ঠাণ্ডা
  • ভ্রমণ জনিত বমি এবং
  • অন্যান্য এলার্জি।

ফার্মাকোলজি

ক্লোরফেনিরামিন মেলিয়েট একটি অ্যালকাইল অ্যামাইন অ্যান্টিহিস্টামিন। এটি একটি শক্তিশালী হিস্টামিন এইচ-১ রিসেপ্টর ব্লকার এজেন্ট যা শক্তিশালী এন্টিহিস্টামিন রূপে ব্যবহৃত হয়। যার ফলে এটি প্রােমিথাজিন থেকে সাধারণত কম নিদ্রার উদ্রেক করে। ক্লোরফেনিরামিন এইচ-১ রিসেপ্টর ব্লক করার মাধ্যমে এর কার্যক্ষমতা প্রদর্শন করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক- ৪ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ২৪ মিগ্রা দৈনিক।
শিশু-
  • ৬-১২ বছর: ২ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ১২ মিগ্রা দৈনিক।
  • ২-৫ বছর: ১ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ৬ মিগ্রা দৈনিক।
  • ১-২ বছর: ১ মিগ্রা দৈনিক ২ বার।
১ বছরের নিচে ক্লোরফেনিরামিন মেলিয়েট এর ব্যাবহার নির্দেশিত নয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

অন্যান্য ওষুধ যেমন- ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যানামাইসিন সালফেট, নরঅ্যাড্রিনালিন অ্যাসিড টারট্রেট, পেন্টোবারবিটাল সােডিয়াম এবং ম্যাগ্লুমাইন অ্যাডিপাইওডান এর সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে।

প্রতিনির্দেশনা

যাদের ক্লোরফেনিরামিন এ অতিসংবেদনশীলতা রয়েছে এবং নবজাতকের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

ক্লোরফেনিরামিন সাধারনত সহনীয়। কিন্তু মাঝে মাঝে ঝিমুনি পেশী দুর্বলতা এবং পৌস্টিক তন্ত্রে সমস্যা তৈরি করতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লোরফেনিরামিন এর ব্যবহার পরিহার করা উচিত, বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার থেকে।

সতর্কতা

যাদের গ্লুকোমা এবং প্রােস্টেটিক হাইপারট্রফি রয়েছে তাদের ক্ষেত্রে ক্লোরফেনিরামিন ব্যবহারে সতর্কতা রয়েছে। ক্লোরােফেনিরামিন এর চিকিৎসা চলাকালে গাড়ী চালানাে এবং যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়।

মাত্রাধিক্যতা

অতিমাত্রায় সেবনে সিএনএস ডিপ্রেশন, অনিদ্রা, হ্যালুসিনেশন, কাঁপুনি, খিঁচুনি, কানে ভোঁ-ভোঁ শব্দ, ঝাপসা দৃষ্টি, নিম্নরক্তচাপ, উত্তেজনা এবং এট্রোপিন এর লক্ষণসমুহ (মুখ ও জিহ্বা শুকিয়ে যাওয়া, চোখের মনি বড় হয়ে যাওয়া, অতিরিক্ত গরম অনুভব হওয়া) ইত্যাদি হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Sedating Anti-histamine

সংরক্ষণ

আলাে থেকে দূরে ঠান্ডা (২৫°সে. এর নীচে) ও শুষ্কস্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?